শহরের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা করতে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে চিঠি পাঠাবেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। আগামী সোমবার এই চিঠি পাঠানো হবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ) দুই-ই শিলিগুড়ি শহরের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ করে। দুটি সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন গৌতমবাবু। পুরসভার বিভিন্ন প্রকল্প রূপায়ণে ওই দুই সংস্থার সাহায্য চেয়ে তাই চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র তথা দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য। মেয়র অশোকবাবু বলেন, ‘‘পুরসভা কোনও প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিচ্ছে তা এসজেডিএ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের জানা উচিত। সে কারণেই মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। উন্নয়ন দফতর এবং এসজেডিএ-এর কাছে উন্নয়নের সাহায্যও চাইব।’’ মেয়রের এই প্রস্তাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‘রাজনীতি নিজের জায়গায় থাকবে। উন্নয়ন নিয়ে প্রতিবন্ধকতা তৈরির উদ্দেশ্য আমাদের নেই। শহরের উন্নয়নই একমাত্র লক্ষ্য। মেয়র প্রস্তাব দিলে অবশ্যই আলোচনা বসব।’’ মেয়র যদি এসজেডিএ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করতে চান, তবে গৌতমবাবু দু’দফায় আলোচনায় রাজি বলে দাবি করেছেন।