Ashok Bhattacharya

মুখ্যমন্ত্রীকে চিঠি অশোকের

১৩ সেপ্টেম্বর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছিলেন গণধর্ষণের প্রমাণ মেডিক্যাল রিপোর্টে মেলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি ও জলপাইগুড়ি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৫
Share:

অশোক ভট্টাচার্য।— ফাইল চিত্র

রাজগঞ্জের বাসিন্দা দুই নাবালিকাকে গণধর্ষণের কোনও প্রমাণ মেডিক্যাল রিপোর্টে মেলেনি বলে জানিয়েছিলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। যদিও গণধর্ষণের অভিযোগে পুলিশি তদন্ত চলছে। তারই মাঝে কমিশনের চেয়ারপার্সনের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে তাঁকে পদ থেকে সরানোর দাবিতে শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, এতে তদন্ত প্রভাবিত হতে পারে।

Advertisement

শিলিগুড়ির বিধায়ক ও পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের অভিযোগ, ‘‘রাজ্য সরকারের নিযুক্ত শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জলপাইগুড়িতে এসে স্বতঃপ্রণোদিত ভাবে বলে যান দুই নাবালিকা ধর্ষিতা হয়নি। প্রকারান্তরে তিনি ধর্ষণে অভিযুক্তদের ক্লিনচিট দিলেন।’’ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘‘আপনার কাছে অনুরোধ কমিশনের চেয়ারপার্সনকে তাঁর পদ থেকে অপসারণ করুন। তদন্ত চলাকালীন এই রকম একটি স্বতঃপ্রণোদিত বক্তব্য তদন্তে প্রভাব সৃষ্টি করতে পারে।’’

১৩ সেপ্টেম্বর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছিলেন গণধর্ষণের প্রমাণ মেডিক্যাল রিপোর্টে মেলেনি। প্রেম ঘটিত বিষয় ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। নির্দোষরা যেন সাজা না পান সে কথাও জানান। রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘‘যা সত্যি তাই তো বলতে হবে। বানিয়ে বানিয়ে তো বলবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement