শহরের উন্নত নাগরিক পরিষেবার জন্য রাজ্য সরকারের সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। সোমবার তিনি মুখ্যমন্ত্রীর দফতরে ওই চিঠি ফ্যাক্স করে পাঠান। বিষয়টি জানিয়ে চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের দফতরেও। সমস্যাগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন। মেয়র জানান, মুখ্যমন্ত্রী চাইলে তিনি তাঁর সঙ্গে বিষয়গুলি নিয়ে কথা বলতে চান। ওই চিঠিতে মেয়র জানিয়েছেন, শিলিগুড়ি দ্রুত বেড়ে উঠছে। জনসংখ্যা এবং ব্যবসা বৃদ্ধি উভয় ক্ষেত্রেই শহরের উপর চাপ বাড়ছে। সে কারেণ যথাযথ পানীয় জল পরিষেবা, সাফাই এবং নিকাশি ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্য সরকারের সহায়তা ওই সমস্ত কাজ পুরসভার এলাকর পক্ষে করা সম্ভব নয়।