আগরায় আগ্নেয়াস্ত্র

বাংলাদেশ সীমান্তের আউটপোস্ট থেকে চুরি হওয়া বিএসএফের দু’টি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হল আগরায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০২:৩৩
Share:

উদ্ধার: আগরা থেকে পাওয়া চুরি হওয়া রাইফেল। নিজস্ব চিত্র

বাংলাদেশ সীমান্তের আউটপোস্ট থেকে চুরি হওয়া বিএসএফের দু’টি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হল আগরায়।

Advertisement

শুক্রবার আগরা পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্যরা বিএসএফেরই এক কর্মীর বাড়ি থেকে ওই রাইফেল দু’টি উদ্ধার করেন। বিএসএফের এক গাড়ির চালককেও গ্রেফতার করেছে তারা। বিষয়টি নিয়ে কোচবিহার পুলিশ এবং বিএসএফের কোচবিহার রেঞ্জের কর্তাদের মধ্যে কথা হয়েছে। ধৃতকে কোচবিহারে আনতেও তৎপরতা শুরু হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “তদন্ত চলছে।”

দিন দশেক আগে দিনহাটার খিতাবেরকুঠি আউটপোস্ট থেকে দু’টি স্বয়ংক্রিয় রাইফেল চুরি হয়ে যায়। তদন্তে নেমে অফিসাররা জানতে পারেন, ওইদিন বিএসএফের ওই কর্মী ছুটি নিয়েছিলেন। ওই বিষয়টি জানার পরেই আগরা পুলিশকে সব জানানো হয়। পুলিশ সন্দেহ করছে, উত্তরপ্রদেশে কিছু দিন থেকে নির্বাচন চলছে। এই সময় দুষ্কৃতীরা সক্রিয় হয়ে উঠেছে। তাঁদেরও কেউ ওই রাইফেল কেনার ছক কষেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement