অঙ্কিতা অধিকারী
নির্ধারিত সময়ের আগেই প্রথম কিস্তির অর্থ ফেরত দিয়েছেন তিনি। শুক্রবার কলকাতা হাই কোর্টকে এমনটাই জানালেন চাকরি থেকে থেকে বরখাস্ত হওয়া রাজ্যের মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। পাশাপাশিই, মন্ত্রীকন্যা আদালতে জানিয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকাও নির্ধারিত সময়ের আগেই ফেরত দেবেন তিনি।
স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থী ববিতা সরকারের দায়ের করা মামলায় গত মে মাসে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি নির্দেশ দেন, গত ৪১ মাস ধরে অঙ্কিতা যা বেতন পেয়েছেন, তা দুই কিস্তিতে হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা করতে হবে মন্ত্রীকন্যাকে। প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি দিতে হবে আগামী ৭ জুলাই।
অঙ্কিতা যে স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন, সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পাওয়ার খবরের ভিত্তিতে আগেই জানা গিয়েছিল, মন্ত্রীকন্যাকে দুই কিস্তি মিলিয়ে অন্তত ১৬ লক্ষ টাকা ফেরত দিতে হবে। শুক্রবার অঙ্কিতার আইনজীবী আদালতে জানান, গত ৬ জুন ডিমান্ড ড্রাফটের প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ফেরত দিয়েছেন। শুধু তাই নয়, দ্বিতীয় কিস্তির টাকাও ৭ জুলাইয়ের আগেই ফেরত দেবেন তিনি।