ছাত্রকে ধাক্কা, বাস পোড়াল ক্ষুব্ধ জনতা

বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে মানিকচকের ধরমপুর বাসস্ট্যান্ড এলাকা। ওই ঘটনার জেরেই উত্তেজিত জনতা অবরোধ করে মালদহ-মানিকচক রাজ্য সড়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মানিকচক শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৯:২৭
Share:

রোষ: বিক্ষুব্ধ জনতা এই বাসটিতেই ভাঙচুর চালায়। মানিকচকে। নিজস্ব চিত্র

বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে মানিকচকের ধরমপুর বাসস্ট্যান্ড এলাকা। ওই ঘটনার জেরেই উত্তেজিত জনতা অবরোধ করে মালদহ-মানিকচক রাজ্য সড়ক। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুর চালানো হয় অন্য একটি বেসরকারি বাসেও। সেখানে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে মানিকচক থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। স্বাভাবিক করা হয় যানবাহন চলাচলও।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্র শেখ সাদেক (১৪) মানিকচক ব্লকের চৌকিমিরদাদপুরের বাসিন্দা ছিল। সে কালিন্দী হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার খবর পেয়ে ওই ছাত্রের

স্থানীয় সূত্রে খবর, মানিকচকের চৌকি মিরদাদপুরের বাসিন্দা সেখ নায়েবের একমাত্র ছেলে ছিল সেখ সাদেক। এ ছাড়া রয়েছে এক মেয়েও। নায়েব গ্রামেগঞ্জে চকলেট, বিস্কুট হকারি করেন। হতদরিদ্র পরিবার। পড়াশোনার ফাঁকে বাবার সাথে সাদেকও গ্রামেগঞ্জে বিস্কুট, চকোলেট হকারি করে বলে জানান বাসিন্দারা।

Advertisement

সূত্রের খবর, এ দিন দুপুর ১২ টা নাগাদ মালদহ-মানিকচক রাজ্য সড়ক ধরে সাদেক সাইকেলে পাশের গ্রামে যাচ্ছিল। সে সময় বাসটি সাদেককে ধাক্কা মারে, যদিও ধাক্কা মারার জায়গাটি চৌকিমিরদাদপুর পঞ্চায়েত দফতরের সামনে নাকি ধরমপুর বাস স্ট্যান্ড এলাকায়, তা নিয়ে সন্দেহ রয়েছে। মালদহ থেকে আসা চাঁচলগামী একটি বেসরকারি বাস সাদেককে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি সাদেককে সাইকেল সমেত টেনে অনেকটা দূর নিয়ে যায়। এবং বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায় মানিকচকের দিকে। সূত্রের খবর, স্থানীয় মানুষজন গুরুতর আহত সাদেককে মানিকচক হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সাদেকের।

সাদেকের মৃত্যুর সংবাদ পৌঁছতেই উত্তেজনা ছড়ায় দুর্ঘটনাস্থলে। ক্ষিপ্ত জনতা ঘটনাস্থলে মালদহ-চাঁচল রাজ্য সড়ক অবরোধ করে। সে সময় ধরমপুর বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা মালদহগামী একটি বেসরকারি বাসে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বলে খবর। অভিযোগ, সে সময় একজন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধর করে জনতা। পরে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনতাকে হঠিয়ে দিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে তারা।

সাদেকের মৃত্যুর খবর যেতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। বাড়িতে যান এলাকার বিধায়ক মোত্তাকিন আলম।

বিধায়ক বলেন, ‘‘সাদেক ওই পরিবারের একমাত্র ছেলে ছিল। সেই ছেলের মৃত্যুতে পরিবারের লোকজনের পাশে থাকতেই এখানে এসেছি।’’

জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘এ দিন দুপুরে মানিকচকের ধরমপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি

বেসরকারি বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক ছাত্রের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এক সিভিক ভলান্টিয়ারকে হেনস্থাও করা হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement