Amit Shah

Amit Shah: অনন্তের জন্য কি সময় রাখলেন শাহ

দলীয় সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় অনন্ত মহারাজের ডাক পাওয়া নিয়ে গত কয়েক ধরেই গুঞ্জন চলছিল।

Advertisement

কৌশিক চোধুরী এবং নমিতেশ ঘোষ

শিলিগুড়ি ও কোচবিহার শেষ আপডেট: ০৫ মে ২০২২ ০৬:৩১
Share:

জোর-কদমে: বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে অমিত শাহের সভা। বুধবার চলছে তারই প্রস্তুতি। ছবি: স্বরূপ সরকার

আজ, বৃহস্পতিবার কলকাতা থেকে একদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা ও দক্ষিণবঙ্গের কর্মসূচির পর বিকেলে তাঁর শিলিগুড়িতে প্রকাশ্য সভা করার কথা। সন্ধের পর তিনি সুকনা লাগোয়া রিসর্টে রাতে থাকবেন বলে খবর। সরকারি সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সূচিতে সন্ধে ৭টা থেকে দেড় ঘণ্টা বৈঠকের জন্য রাখা হয়েছে। তবে কাদের সঙ্গে বৈঠক তা তাঁর দফতর থেকে উল্লেখ করা হয়নি। সূত্রের খবর, দার্জিলিঙের বিজেপি, জিএনএলএফ-সহ সহযোগী নেতাদের সঙ্গে পাহাড়ের পরিস্থিতি নিয়ে কথা বলবেন। পরে গ্রেটার নেতা অনন্ত মহারাজের সঙ্গে বৈঠকের সম্ভাবনা৷

Advertisement

দলীয় সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় অনন্ত মহারাজের ডাক পাওয়া নিয়ে গত কয়েক ধরেই গুঞ্জন চলছিল। তার মধ্যে মঙ্গলবার বিজেপির কোচবিহার জেলা নেতৃত্বের একটি প্রতিনিধিদল অনন্তের সঙ্গে দেখা করেন। দু’পক্ষই এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে জানায়। আনন্দবাজার পত্রিকায় যা প্রথম প্রকাশিত হয়। বৃহস্পতিবার অনন্ত মহারাজের শিলিগুড়িতে থাকার কথা। দলীয় প্রকাশ্য সভায় যাওয়া নিয়ে তিনি উৎসাহী নন বলেই বিজেপি নেতাদের জানিয়েছেন। তিনি জানান, এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণপত্র পাননি। স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি নিয়ে তাঁর তেমন কিছু জানা নেই। তবে তাঁরা সবসময়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী। দিল্লিতে গিয়েও একাধিকবার দেখা করেছেন। তিনি বলেন, ‘‘এ বার (স্বরাষ্ট্রমন্ত্রীর) উত্তরবঙ্গ সফরের সময় সুযোগ পেলে অবশ্যই দেখা করব।’’

মহারাজের বৈঠক নিয়ে নানা আলোচনা চললেও পাহাড়ের বিজেপি ও সহযোগীরা বৈঠকে আসছেন তা পরিষ্কার। বিশেষ করে লোকসভা, বিধানসভা ভোটে বিজেপির স্থায়ী রাজনৈতিক সমাধান ও ১১ জনজাতির তফসিলি উপজাতির স্বীকৃতির মতো একাধিক প্রতিশ্রুতি কিছুই হয়নি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী কার্শিয়াঙে বিধানসভা ভোটের আগে সভা করে নানা আশ্বাস দিয়েছেন। কিছু কাজ না হওয়ায় দলের পরিস্থিতি পাহাড়ে যে শোচনীয় তা নেতারাও মানেন। দার্জিলিং পুরভোটে দল মুখ থুবড়ে পড়েছে। দার্জিলিং জেলার বিজেপির পাহাড় কমিটির সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, ‘‘পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান এবং ১১ জনজাতির স্বীকৃতি কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরব। এ সব না হলে বিজেপির প্রতি পাহাড়ের মানুষের বিশ্বাস থাকবে না।"

Advertisement

সাড়ে ৫টা নাগাদ শিলিগুড়ির এনজেপি ইনস্টিটিউট ময়দানে তাঁর কর্মিসভা। বাগডোগরায় নেমে তিনি দার্জিলিং মোড় যাবেন। সেখানে তেনজিং নোরগে মূর্তিতে মাল্যদান করে নৌকাঘাট মোড়ে যাবেন। সেখানে পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দেবেন। সেখান থেকে যাবেন কর্মিসভায়। বুধবার ইনস্টিটিউট ময়দানে যান সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, ‘‘যে ভাবে রাজ্যে হিংসা, খুন, ধর্ষণের ঘটনা ঘটছে, যে ভাবে উত্তরবঙ্গ অবহেলিত, সে সব থেকে বাংলার মানুষকে রক্ষা করতে অমিত শাহ বার্তা দেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement