সমাজমাধ্যমে আপত্তিকর পোস্টের জের
kumargram

যুবককে কান ধরিয়ে ওঠবসে অভিযুক্ত বিজেপির নেতারা

জেলা বিজেপি সম্পাদক বিপ্লব দাস-সহ বিজেপির একাধিক নেতা ওই যুবককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের ছবিতে প্রণাম করানোর পাশাপাশি কান ধরে ওঠবস করান।

হিতৈষী দেবনাথ

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ০৭:৫৯
Share:
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপি পরিচালিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পর্কে সমাজমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে কুমারগ্রামের বারবিশায় শনিবার এক যুবককে কান ধরে ওঠবোস-সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাস-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে। রবিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের একাধিক শীর্ষকর্তা জানান, ওই যুবককে হেনস্থার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।

সূত্রের খবর, সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ‘আপত্তিজনক’ পোস্ট করার অভিযোগে শনিবার কুমারগ্রামের বারবিশায় এক যুবককে হেনস্থার অভিযোগ ওঠে। অভিযোগ, জেলা বিজেপি সম্পাদক বিপ্লব দাস-সহ বিজেপির একাধিক নেতা ওই যুবককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের ছবিতে প্রণাম করানোর পাশাপাশি কান ধরে ওঠবস করান। তাঁকে হুমকিও দেওয়া হয়। খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ওই যুবককে এই ধরনের পোস্ট না-করার জন্য সাবধান করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাস বলেন, ‘‘প্রধানমন্ত্রী-সহ একাধিক নেতার বিরুদ্ধে ওই যুবক সামজমাধ্যমে কুমন্তব্য করায় সাধারণ মানুষ তাঁকে কান ধরে ওঠবস করিয়েছেন। আমি সামনেই ছিলাম।’’

এ নিয়ে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘কেউ নিজের হাতে আইন তুলে নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই যুবককে হেনস্থার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন