স্কুল ঘর তৈরির টাকা নয়ছয়ের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহার ২ নম্বর ব্লকের বাণেশ্বরের। অভিযুক্ত তৃণমূলের কোচবিহার ২ নম্বর ব্লকের সভাপতি পরিমল বর্মন বাণেশ্বর খাবসা হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ, বছর দু’য়েক আগে ওই স্কুলে ১৪টি শ্রেণিকক্ষ তৈরির জন্য ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করে সর্বশিক্ষা মিশন। কিন্তু ওই টাকায় দশটি শ্রেণিকক্ষ করা হয়েছে। তা-ও অতি নিম্নমানের সামগ্রী দিয়ে। আরও অভিযোগ, স্কুল পরিচালন সমিতির সভাপতি হতে স্নাতক হওয়া প্রয়োজন। সেখানে মাধ্যমিক পাশ করে স্নাতকের জাল সার্টিফিকেট জমা দিয়েছেন পরিমলবাবু। ওই এলাকার বাসিন্দা মিন্টু কুমার কর বলেন, “এই অনিয়মের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি।” পরিমলবাবু বলেন, “ দুর্নীতি হয়নি। মিথ্যে অভিযোগ।”