ঘটনার প্রায় এক মাস পরে ডিস্কোয় নিগৃহিতা তরুণীর বিরুদ্ধে মারধর ও গালিগালাজের অভিযোগ আনলেন ওই ডিস্কোরই এক মহিলা ‘বাউন্সার’। রবিবার মাটিগাড়া থানা অভিযোগটি নথিভুক্ত করেছে। এই ঘটনায় পুলিশ তো বটেই, শাসক দলের অনেকেই বিস্মিত ও বিরক্ত। কারণ ওই ডিস্কো ও পানশালার কর্ণধার পিন্টু দাসকে তৃণমূলের স্থানীয় যুব নেতা হিসেবেই অনেকে জানেন ও চেনেন।
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ডিস্কোয় গিয়ে নিগৃহিত হওয়ার অভিযোগ নিয়ে মাটিগাড়া থানায় গিয়েছিলেন দুই তরুণী। বিষয়টি গুরুত্ব সহকারে না দেখার অভিযোগে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে শাস্তির মুখে পড়তে হয়। ডিস্কোর অন্যতম মালিক পিন্টু দাসের হস্তক্ষেপে উভয়পক্ষ সেবক রোডের একটি হোটেলে বসে আপস-রফা করেও নেন। পিন্টুবাবু চিকিৎসার খরচ বাবদ এক তরুণীকে টাকাও দেন। প্রায় এক মাসের মাথায় সেই তরুণীর বিরুদ্ধে হঠাৎই অভিযোগ আনা হল।
তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই পিন্টুবাবুর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তা নিয়ে দলীয় পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সাংসদ তথা যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল যুব কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি বিকাশ সরকার জানান, পিন্টু দাস কিছু দিনের জন্য ২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি ছিলেন। এখন উনি সাধারণ সদস্য মাত্র। তিনি বলেন, ‘‘তদন্ত শেষে দরকারে কড়া পদক্ষেপ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’ পিন্টুবাবুর প্রতিক্রিয়া, ‘‘আমি অনৈতিক কোনও কাজে জড়িত নই। দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেব।’’
নিগৃহীতা তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় পুলিশের অন্দরেও শুরু হয়েছে নানা আলোচনা। কারণ, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পিন্টুবাবুর ডিস্কোয় তরুণী নিগ্রহের অভিযোগ ওঠার পরে তদন্ত করেছিলেন খোদ পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা। তাঁর বয়ান ও উভয় তরফের লিখিত আপস-রফার প্রতিলিপিও পুলিশের কাছে জমা দেওয়া হয়। পুলিশের কয়েকজন অফিসার জানান, তার এত দিন বাদে পুরানো সেই ঘটনার প্রসঙ্গ টেনে অভিযোগ করা হচ্ছে কেন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগপত্রে ওই মহিলা বাউন্সার লিখেছেন, তিনি ও তাঁর সহকর্মী আপত্তিকর দৃশ্য দেখে বাধা দিলে তাঁদের গালাগালি ও মারধর করা হয়। নিগ্রহের অভিযোগ তুলেছিলেন যে তরুণী, তিনি জানান, কী ঘটেছিল, কোথায়, কখন, কেন আপস করেছেন তা সবই পুলিশকে জানিয়েছেন। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘কেউ লিখিত কিংবা মৌখিক ভাবে কিছু জানালে তা নথিভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হয়। এ ক্ষেত্রেও তাই হচ্ছে।’’