পুরভোটের মুখে রায়গঞ্জে ফের এইমসের ‘গল্প’। এবং এ বার আসরে বিজেপি।
বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের রেল ময়দানে সভা করেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফগ্গন সিংহ কুলস্তে। সেখানে তিনি শুধু এইমস প্রসঙ্গ তুলেই ক্ষান্ত হননি, বল ঠেলে দিয়েছেন শাসকদলের কোর্টে। ফগ্গন বলেন, ‘‘রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল হওয়া জরুরি। কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করলে কেন্দ্রের তো কিছু করার নেই।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘রাজ্য জমি অধিগ্রহণ করলে কেন্দ্র কিন্তু এখানে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কথা বিবেচনা করবে।’’
রায়গঞ্জে এইমস অনেক দিনের পুরনো বিষয়। ২০০৯ সালে কেন্দ্রের ইউপিএ সরকার এখানে এই হাসপাতাল তৈরির কথা ঘোষণা করে। প্রথমে বাম ও পরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করায় সেই কাজ আটকে যায়। কয়েক বছর আগে তৃণমূল সরকার রায়গঞ্জের বদলে কল্যাণীতে ওই হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে হস্তান্তর করে।
কংগ্রেসের জেলা নেতৃত্ব এখনও মনে করেন, তৃণমূলই বঞ্চিত করেছে তাঁদের শহরকে। দলের জেলা সাধারণ সম্পাদক পবিত্র চন্দের দাবি, ‘‘রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রিয়রঞ্জন দাশমু্ন্সির উদ্যোগে ইউপিএ সরকার রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেছিল। তৃণমূল ও বিজেপি আঁতাঁত করে সেই কাজ আটকে দেয়।’’ তাঁর অভিযোগ, ‘‘ভোটের মুখে রাজনৈতিক সুবিধা পেতে বিজেপি মিথ্যা আশ্বাস দিচ্ছে।’’ জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পালেরও অভিযোগ, পুরভোটের মুখে বিজেপি নেতারা মিথ্যা আশ্বাস দিচ্ছেন। জমি অধিগ্রহণ নিয়ে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, তৃণমূল সরকার কৃষিজমি নষ্ট করে উন্নয়নের বিরোধী। বিজেপি জেলা সভাপতি নির্মল দাম সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘এত দিন কারা রাজনীতি করেছে, তা সবাই জানে।’’