Waqf Amendment Law

সংশোধিত আইন প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ

চোপড়ার আন্দোলনকারীদের সূত্রে এ দিন জানা গিয়েছে, ‘তানজিম ফালাহুল মুসলিমি’ নামে একটি সংগঠনের তরফে বেশ কিছু মাদ্রাসার সহযোগিতায় ওই প্রতিবাদ মিছিল হয়।

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০৯:৩৬
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে পথে নামল বেশ কিছু সংগঠন। রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় সে সব সংগঠনের তরফে প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিডিওকে স্মারকলিপিও দেওয়া হয়। ব্লক অফিসের সামনে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান বিক্ষোভ চলে। গোলমাল এড়াতে ইসলামপুর পুলিশ-জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা-সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন। এই দিন এই আন্দোলনে শামিল হন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান-সহ এলাকার বেশ কিছু তৃণমূল নেতারা। ওই আইন প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন হামিদুল। অন্য দিকে, ওয়াকফ বিলের প্রতিবাদে ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া এলাকায় প্রতিবাদ মিছিল করার কথা ছিল বিভিন্ন সংগঠনের। সূত্রের খবর, বৃষ্টির জেরে মিছিল বাতিল করা হয়।

চোপড়ার আন্দোলনকারীদের সূত্রে এ দিন জানা গিয়েছে, ‘তানজিম ফালাহুল মুসলিমি’ নামে একটি সংগঠনের তরফে বেশ কিছু মাদ্রাসার সহযোগিতায় ওই প্রতিবাদ মিছিল হয়। চোপড়ার দিঘিরপাড় থেকে সেই মিছিল শুরু হয়। মিছিলে হাঁটেন বিধায়ক হামিদুলও। সেই মিছিল চোপড়ার ব্লক অফিসের সামনে যায়। সেখানে আন্দোলনকারীরা কিছুক্ষণ বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন ওই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিধায়ক। হামিদুল বলেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার জাতপাতের রাজনীতি করে দেশকে চালাচ্ছে। সাধারণ মানুষের জন্য কোনও আইন পাস করতে পারেনি ওঁরা। সমস্ত কিছুই বেসরকারিকরণ করা হচ্ছে। দেশকে সন্ত্রাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে কৃষক বিল করে পরে আন্দোলনের চাপে তা প্রত্যাহার করতে বাধ্য হয়। ওয়াকফ বিল তেমনই প্রত্যাহার করতে হবে।’’ বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি সুরজিৎ সেনের দাবি, ওয়াকফ বিল নিয়ে এ রাজ্য বাদে গোটা দেশে সমস্যা হয়নি। তিনি বলেন, “এ রাজ্যে তৃণমূল দুর্নীতি আড়াল করতে ওয়াকফ বিল নিয়ে রাজনীতি করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন