চোর সন্দেহে গণধোলাই। প্রতীকী চিত্র।
গণধোলাইয়ের অভিযোগে বুধবার ভোরে উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের মিনা গ্রাম। অভিযোগ, চোর সন্দেহে দুই যুবককে ‘গণধোলাই’ দিয়ে একটি পিক আপ ভ্যানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত বাসিন্দাদের একাংশ। অভিযোগ, প্রহৃত যুবকদের উদ্ধারে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশ কর্মীও। পরে, মালদহ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রহৃত যুবকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ দিনের ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বলে জানান মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ জানিয়েছে, প্রহৃত যুবকেরা ইংরেজবাজার শহরের বাসিন্দা। তাঁরা পুরনো আসবাব পত্র কেনাবেচার কাজ করেন বলে জেরায় জানিয়েছেন। এ দিন ভোরে কেন গ্রামে পিক আপ ভ্যান নিয়ে যুবকেরা ঘুরছিলেন, সে প্রশ্নেরও উত্তর খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, যুবকদের বিরুদ্ধে আগে কোনও অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ দিন ভোর চারটে নাগাদ গ্রামে সন্দেহজনক ভাবে একটি পিক আপ ভ্যান ঘুরতে দেখেন স্থানীয়েরা। তাঁদের দাবি, পিক আপ ভ্যানে ফ্রিজ, আলনা, স্কুটি, আসবাব পত্র মজুত ছিল। পিক আপ ভ্যানের সামগ্রীগুলি চোরাই, দাবি গ্রামবাসীদের। তাঁদের দাবি, পিক আপ ভ্যানের পিছু ধাওয়া করলে এক যুবক পালিয়ে যায়। এর পরেই, দুই যুবককে আটকে রেখে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, পিক আপ ভ্যানে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে পিক আপ ভ্যান, ফ্রিজ, স্কুটি, আলনা সবই পুড়ে যায়। ঘটনায় হইচই পড়ে যায় গ্রামে। পুলিশও আক্রান্ত হয়। পুলিশের দাবি, যুবকদের উদ্ধারের গিয়ে দুই পুলিশ কর্মীও আহত হয়েছেন। মৌলপুর গ্রামীণ হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
গ্রামবাসী আমিন কিস্কু বলেন, “প্রতিবেশী গ্রাম থেকে ফ্রিজ, স্কুটি চুরি করে অভিযু্ক্ত যুবকেরা গাড়িতে নিয়ে পালাচ্ছিল বলে শুনেছি। প্রতিবেশী গ্রামের যুবকদের পিছু ধাওয়া করে আটক করেছে। ঘটনায় আমরা খুবই উদ্বেগে রয়েছি।” এ দিনের ঘটনায় সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।