হেলমেট ছাড়াই দুর্ঘটনায় ফের মৃত্যু

গত শনিবারই ট্রাফিক সচেতনতা সপ্তাহ শেষ হয়েছে। তার উপর প্রতিদিন নিয়ম করে কোনও না কোনও থানা এলাকায় সেফ ড্রাইভ-সেভ লাইফ কর্মসূচি চলছে। তার মধ্যেই রাতে জোরে মোটরবাইক চালাতে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০২:০১
Share:

গত শনিবারই ট্রাফিক সচেতনতা সপ্তাহ শেষ হয়েছে। তার উপর প্রতিদিন নিয়ম করে কোনও না কোনও থানা এলাকায় সেফ ড্রাইভ-সেভ লাইফ কর্মসূচি চলছে। তার মধ্যেই রাতে জোরে মোটরবাইক চালাতে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হল। প্রাথমিক তদন্তে বোঝা গিয়েছে, তাঁর মাথায় হেলমেট ছিল না।

Advertisement

রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানার বর্ধমান রোডের শিল্পাঞ্চল ভবনের সামনের ঘটনা। পুলিশের সচেতনতার প্রচার এখনও বাসিন্দাদের মধ্যে পুরোপুরি প্রভাব ফেলতে পারছে না, তা বিচ্ছিন্ন হলেও এ যুবকের মৃত্যুর ঘটনা স্পষ্ট করেছে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভেন্দু দত্ত ওরফে বিট্টু (২৪)। শক্তিগড় এলাকায় তাঁর বাড়ি। একটি মোবাইল সংস্থায় তিনি কর্মরত ছিলেন। রাতে ঝঙ্কার মোড়ের দিক থেকে বাড়ির দিকে একাই বাইকে ফিরছিলেন বিট্টু। ওই এলাকায় কোনও ভাবে বাইকটি নিয়ন্ত্রণ হারালে তিনি ছিটকে পড়েন। মাথার পিছনে চোট লাগে। রক্তাক্ত অবস্থায় যুবককে পড়তে দেখেই কয়েক জন চালক এবং আশপাশের লোকজন থানায় টেলিফোন করেন। পুলিশ এসে বিট্টুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন, ‘‘চোখে পড়লেই পাড়ার ছেলেদের বলি হেলমেট পড়তে বলি। বিট্টুর হেলমেট থাকলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারত।’’ শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা বলেন, ‘‘আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করেই যাচ্ছি। বাসিন্দাদেরও তো সাড়া দিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement