— প্রতীকী চিত্র।
পাহাড় থেকে পড়ে মৃত্যু হল এক কিশোরের। দার্জিলিং শহর লাগোয়া একটি ভিউ পয়েন্টের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিজস্বী তুলতে গিয়ে খাদের পাশে চলে গিয়েছিল ওই কিশোর। তখনই কোনও ভাবে পা পিছলে নীচে পড়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আলাইহিম শেখ (১৭)। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার রমনা এলাকায়। পারিবারিক সূত্রে খবর, কাজের সূত্রে গত দুই মাস ধরে সে শিলিগুড়িতে ছিল। সেখানে হরিহরপাড়া এলাকার কয়েক জনের সঙ্গে জলের ট্যাঙ্ক তৈরির কাজ করত।
পরিবারের লোকেরা জানিয়েছেন, শনিবার কয়েক জন বন্ধুর সঙ্গে দার্জিলিঙে ঘুরতে গিয়েছিল আলাইহিম। দার্জিলিং শহর লাগোয়া একটি ভিউ পয়েন্টে যায় সকলে। স্থানীয় লোকেদের দাবি, ওই সময়েই নিজস্বী তুলতে গিয়ে অসাবধানে পাহাড় থেকে পড়ে মৃত্যু হয় তার। দেহ দার্জিলিঙে ময়না তদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার মৃতদেহ নিয়ে দার্জিলিং থেকে মুর্শিদাবাদে রওনা দেন ওই কিশোরের আত্মীয়, বন্ধুরা।
তবে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, ‘‘এমন কোনও খবর আমার কাছে নেই। খোঁজ নিয়ে দেখছি।’’ মৃতের এক আত্মীয় বলেন, ‘‘শনিবার দুপুরে আলাইহিমের এক বন্ধু ফোন করে দুর্ঘটনার খবর জানায়। গাড়ি ভাড়া করে কয়েক জন পাহাড়ে ঘুরতে গিয়েছিল। পাহাড়ের ধারে ছবি তোলার সময় পা পিছলে ও নীচে পড়ে যায়।’’