Raiganj

বাড়ির পাশ থেকে উদ্ধার পাঁচ দিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ, চাঞ্চল্য রায়গঞ্জে

স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছে বাঁশঝাড় থেকে ললিতের দেহ উদ্ধার হয়েছে। তাঁর গলায় ফাঁস দেওয়ার ক্ষতচিহ্ন ছিল। ডান দিকের কান কাটা। মুখেও ক্ষত ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৬
Share:

প্রতীকী ছবি।

পাঁচ দিন ধরে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হল বাড়ির পাশ থেকে। রবিবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মহিষবাথান গ্রামে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম ললিত বর্মণ (৫৭)। পেশায় দিনমজুর। খবর পেয়েই ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছে বাঁশঝাড় থেকে ললিতের দেহ উদ্ধার হয়েছে। তাঁর গলায় ফাঁস দেওয়ার ক্ষতচিহ্ন ছিল। ডান দিকের কান কাটা। মুখেও ক্ষত ছিল। স্থানীয়দের অনুমান, ললিতকে খুন করা হয়েছে। এক স্থানীয় বলেন, ‘‘পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন ললিত। তার পরেই তাঁর দেহ উদ্ধার হল।’’

ললিতে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, পরিবার ও পড়শিদের সঙ্গে কথা বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement