গণ টোকাটুকি এহং নকল করার অভিযোগে ইসলামপুর কলেজের ৪৮ জন পড়ুয়াকে বিএ, বিএসসি, বিকমের পার্ট-১ এর দ্বিতীয় পত্রের পরীক্ষা সাসপেন্ড করলেন পর্যবেক্ষকরা।
শনিবার পরীক্ষার সময় ঘটনাটি ঘটেছে। এ দিন ওই পর্যবেক্ষকেরা ওই কলেজের পরীক্ষা ব্যবস্থা দেখতে যান। বেলা ৯টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। শিলিগুড়ি কলেজের শিক্ষিকা বিদ্যাবতী অগ্রবালের নেতৃত্বে চার সদস্যে পর্যবেক্ষক দলটি এদিন কলেজে পৌঁছন বেলা ১২টা নাগাদ। শেষ এক ঘণ্টা পরীক্ষা হলে ঘুরে তারা বিভিন্ন বিভাগের ৪৮ জনকে নকল করার অভিয়োগে তাদের এ দিনের পরীক্ষা বাতিল করেছেন।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর পরীক্ষা ব্যবস্থা দেখতে এ বছর মুখ্য পর্যবেক্ষক করা হয়েছে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষকে। তাঁর নির্দেশে এ দিন চারজনের পর্যবেক্ষক দলটি ইসলামপুর কলেজে গিয়েছিল। সুজিতবাবু বলেন, ‘‘ওই কলেজের অনার্সের ইতিহাস, বাংলা, হিন্দি, উর্দুর মতো বেশ কিছু বিভাগের পার্ট-১ এর ৪৮ জন পড়ুয়ার দ্বিতীয় পত্রের পরীক্ষা এ দিন বাতিল করা হয়েছে। তাঁরা নকল করছিলেন বলে পর্যবেক্ষকদের নজরে পড়ে।’’ তিনি জানিয়েছেন, পর্যবেক্ষক দলটি তাকে জানিয়েছে, এই কলেজে যখনই তারা গিয়েছেন এ ধরনের নকল করার প্রবণতা দেখেছেন ছাত্রছাত্রীদের মধ্যে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিকে জানানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, নকলে বাধা দিলে পড়ুয়াদের একাংশ শিক্ষক, শিক্ষিকাদের হেনস্থা করেন। বাইরে দেখে নেবেন বলে হুমকি দেন। অনেক ক্ষেত্রে তাঁদের হামলার শিকারও হতে হয়েছে।