বাইর-লরি দুর্ঘটনা। নিজস্ব চিত্র।
উত্তরবঙ্গে ফের পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল তিন বাইক আরোহীর। ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত রেডব্যাঙ্ক চা বাগানের কাছে শুক্রবার গভীর রাতে পাথর বোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় মোটরবাইকটির। এর জেরে চালক-সহ প্রাণ হারিয়েছেন ৩ জন।
জানা গিয়েছে, গভীর রাতে জনশূন্য রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন ওই তিন যুবক। তাঁদের নাম মেতেরা শানু প্রধান (২৮), জয় গুরুং (২৩) এবং গৌরব কুমাল(৩০)। তাঁরা প্রত্যেকে আমবাড়ি চা বাগানের আপার লাইন ডিভিশনের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রাত বেশি হওয়ায় জনশূন্য ছিল গোটা এলাকা। তখনই কুয়াশাচ্ছন্ন অন্ধকারে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে বাইকটি। তাতেই প্রাণ যায় এই তিন যুবকের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দেহ রাতেই উদ্ধার করে বানারহাট থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে বানারহাট থানা পুলিশের তরফে।
১৯ জানুয়ারি ধূপগুড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে পাথর, বোল্ডার লোডিং বন্ধ রাখা হয়েছে। কিন্তু পুলিশের নজর এড়িয়ে রাতের অন্ধকারে রাস্তায় থাকছে কিছু পাথর বোঝাই লরি। সে রকমই একটি লরিতে ধাক্কা মেরেই এ দিন প্রাণ হারালেন আরও ৩ জন।