ছিনতাই কাণ্ডে ধৃতরা এবং তাদের থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। নিজস্ব চিত্র
ছিনতাই-কাণ্ডের তিন দিনের মধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদহের মানিকচক থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ব্যবসায়ীর লুঠ হওয়া টাকা এবং মোবাইলও।
গত ১৬ জানুয়ারি রবিবার দুপুর ১২টা নাগাদ মানিকচকের মোহনায় রাজ্য সড়কের উপর দিনেদুপুরে ছিনতাইয়ের অভিযোগ ওঠে। মালদহ শহরের বিবেকানন্দপল্লির বাসিন্দা পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী রতন সাহার কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা, মোবাইল ডায়েরি এবং কিছু নথিপত্র ছিনতাই করে দুই বাইকআরোহী দুষ্কৃতী। ওই কাণ্ডে মূল দুই অভিযুক্ত বাসির আলি এবং সাদিকুলকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ছিনতাই-কাণ্ডে যুক্ত সোলেমান আলি নামে আর এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার কাছে মিলেছে একটি সেভেন এমএম পিস্তল এবং চারটি কার্তুজ।
মালদহ জেলা আদালতের নির্দেশে ছিনতাই হয়ে যাওয়া টাকা, মোবাইল এবং নথিপত্র ওই ব্যবসায়ীর হাতে তুলে দেন ডিএসপি (সদর) প্রশান্ত দেবনাথ।