শিশুমৃত্যুতে শোকাতুর পরিবারের লোকেরা। নিজস্ব চিত্র।
ফের এক শিশুর মৃত্যু হল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুটির বয়স মাত্র মাস ছ’দিন। তবে জ্বর নয়, রক্তে সক্রমণের জন্যই রবিবার সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরেই শিশু মৃত্যুর জেরে আতঙ্ক ছড়িয়েছে মালদহ জুড়ে।
শিশুটির পরিবারের লোক থাকেন বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুরে। তার বাবার নাম প্রকাশ মণ্ডল। তিনি ১৩ সেপ্টেম্বর বাচ্চাটিকে ভর্তি করেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর পর রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। রক্তে সংক্রমণের জেরেই বাচ্চাটি মারা গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
জ্বর নিয়ে গত কয়েক দিন ধরেই মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে শতাধিক শিশু। তার মধ্যে আট জনের মৃত্যু হয়েছে গত পাঁচ দিনে। জ্বরে শিশুমৃত্যুর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।