খেলা নয়, চাকরি চাই— দাবি নিয়ে কংগ্রেস এর বিক্ষোভ। কলেজ স্ট্রিটে নিজস্ব চিত্র।
খেলা হয়েছে অনেক, এ বার চাকরি চাই। এই দাবিকে সামনে রেখে ‘খেলা হবে’ দিবসে পথে নামল কংগ্রেস। রাজ্যের পাঁচ লক্ষ শূন্য পদে নিয়োগ না করে শুধুই বিভিন্ন রকম ভাতার নামে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে, এই অভিযোগে সোমবার কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বিক্ষোভ হল মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের নেতৃত্বে। স্কুল-কলেজের সার্টিফিকেট এবং সেই সঙ্গে ফুটবল নিয়ে ধর্নায় বসেছিলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, ‘খেলা হবে’ একটি রাজনৈতিক প্ররোচনামূলক স্লোগান, যাকে সামনে রেখে নির্বাচন পরবর্তী সময়ে বিরোধীদের উপরে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করা হচ্ছে।