শনিবার সকাল থেকে কলকাতা আকাশ মেঘলা। ছবি: পিটিআই।
মেঘলা আকাশ। বেলা বাড়লে ভ্যাপসা গরম। মাঝেমধ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবারও এ রকমই আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ থেকে উত্তর, রাজ্যের সর্বত্র আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শনিবার, শেষ দফার ভোটের দিন দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। উত্তরের আট জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার কিছু কিছু জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার, ভোটগণনার দিন উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবারও এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি।
উত্তরবঙ্গে ৭ জুন, অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার উত্তরের আট জেলাতেই ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরে জারি হলুদ সতর্কতা। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। ভোটগণনার দিন, অর্থাৎ আগামী মঙ্গলবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে মেঘলা আকাশ। সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ফলে অস্বস্তি ছিল খুব বেশি, যা শনিবারও রয়েছে।