himachal pradesh

Himachal Pradesh: হিমাচলের পাহাড় চুড়োয় সফল অভিযান শহরের পর্বতারোহী সংগঠনের

বাংলার ন’জন পর্বতারোহীর এই সফল অভিযানে সহযোগিতা করেছেন হিমাচল প্রদেশের ৩ জন পথপ্রদর্শক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলাকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৮
Share:

মাউন্ট মনিরাঙের পথে। ছবি: ‘কলকাতা ট্রেকার্স ইউথ’ সূত্রে পাওয়া।

হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি অঞ্চলের দুর্গম পর্বত শৃঙ্গ মাউন্ট মনিরাং জয় করল শহরের পর্বত অভিযাত্রী সংগঠন ‘কলকাতা ট্রেকার্স ইউথ’-এর ন’জন সদস্যের একটি দল। ৬,৫৯৩ মিটার (২১,৬৩০ ফুট) উঁচু ওই শৃঙ্গে দেশ এবং সংগঠনের পতাকা উড়িয়ে সম্প্রতি ফিরে এসেছেন তাঁরা।

সংগঠন ‘কলকাতা ট্রেকার্স ইউথ’-এর সহ-সম্পাদক সমীরণ চক্রবর্তী জানিয়েছেন তাঁরা কলকাতা থেকে অগস্টের তৃতীয় সপ্তাহে হিমালয়ের ওই পাহাড় চুড়া জয়ের লক্ষ্যে রওনা হয়েছিলেন। বাংলার ন’জন পর্বতারোহীর এই সফল অভিযানে সহযোগিতা করেছেন হিমাচল প্রদেশের ৩ জন পথপ্রদর্শক।

Advertisement

এই সাফল্যের জন্য আযোজক সংস্থা এবং অভিযাত্রী সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট পর্ব্বতারোহী শ্যামল সরকার, উজ্জ্বল রায়, দেবদাস নন্দী, শ্রী মলয় মুখোপাধ্যায়, শ্রী প্রবোধ গঙ্গোপাধ্যায় এবং জয়দীপ মুখোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement