—প্রতীকী ছবি।
বাঙালি ছুটি ভালবাসে। এটা বাক্যে কোনও সঙ্কোচ থাকার কথা নয়। রাজ্য সরকারি কর্মীরা এখন কালীপুজোয় দু’দিনের ছুটি পান। এ বার ভাইফোঁটাতেও দু’দিনের ছুটি রয়েছে। রবিবার ভ্রাতৃদ্বিতীয়া হলেও পরের দিন সোমবারেও ছুটি রয়েছে। তাই সব মিলিয়ে কালীপুজোর ছুটি লম্বা হয়ে বৃহস্পতি থেকে সোম টানা পাঁচ দিনের হয়ে গিয়েছে।
আগামী বছরের ক্যালেন্ডার এবং পঞ্জিকা মিলে এ ভাবেই ছুটি লম্বা করে দিতে পারে। আগামী বছর মানে ২০২৫ সালে কালীপুজো পড়েছে ২০ অক্টোবর সোমবার। তার আগের দু’দিন তো শনি আর রবিবার। আর গত কয়েক বছর ধরে কালীপুজোয় রাজ্য সরকার দু’দিনের ছুটি করেছে। তাই এমনিতেই চার দিনের টানা ছুটি পাকা। সেটা আরও লম্বা হয়ে যেতেই পারে। কারণ, ২০২৫ সালের ২৩ অক্টোবর ভাইফোঁটা। আগামী বছরে পরের দিনের জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভ্রাতৃদ্বিতীয়ার অতিরিক্ত ছুটিটা পরে না দিয়ে আগে দেন তবেই হয়ে যাবে। সে ক্ষেত্রে একেবারে ১৮ থেকে ২৩ অক্টোবর টানা ছ’দিনের ছুটি। ভাইফোঁটার ছুটি অতিরিক্ত না দিয়ে রাজ্য সরকার কালীপুজোতেও দু’দিন বেশি ছুটি দিতেই পারে। এমন নজির রয়েছে রাজ্যে। ২০২৩ সালেই কালীপুজো ছিল ১২ নভেম্বর। ১৩ এবং ১৪ নভেম্বর অতিরিক্ত ছুটি দিয়েছিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, এ বার নভেম্বর মাসটা ছুটিরই মাস সরকারি কর্মচারীদের জন্য। ৩১ অক্টোবর কালীপুজো হলেও পরের দিন ১ নভেম্বর ছুটি রয়েছে। এর পরে ভাইফোঁটার ছুটিও দু’দিনের। গোটা মাসে শনি, রবি মিলিয়ে ৩০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি।