NRC Proetest

‘নাগরিকত্ব সুরক্ষা যাত্রা’য় আবেদন

নআরসি, এনপিআর এবং ২০০৩ ও ২০১৯ সালের দু’টি নাগরিকত্ব আইনই (সিএএ) বাতিল করার দাবি তোলা হয়েছে ওই যাত্রা থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ০৬:২৮
Share:
নাগেরবাজার থেকে দমদম পর্যন্ত পদযাত্রা করে শেষ হল নাগরিকত্ব সরক্ষা যাত্রা

নাগেরবাজার থেকে দমদম পর্যন্ত পদযাত্রা করে শেষ হল নাগরিকত্ব সরক্ষা যাত্রা নিজস্ব চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনে এনআরসি, এনপিআর-এর পক্ষে থাকা বিজেপিকে পরাস্ত করার ডাক দিয়ে শেষ হল ‘নাগরিকত্ব সুরক্ষা যাত্রা’। নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চের ডাকে উদ্বাস্তু অধ্যুষিত নানা এলাকা ঘুরে এসে শুক্রবার নাগেরবাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত পদযাত্রা করে ওই কর্মসূচি শেষ হয়েছে। এনআরসি, এনপিআর এবং ২০০৩ ও ২০১৯ সালের দু’টি নাগরিকত্ব আইনই (সিএএ) বাতিল করার দাবি তোলা হয়েছে ওই যাত্রা থেকে। যুক্ত মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু বলেন, এনআরসি, এনপিআর এবং সিএএ-র পক্ষে থাকা বিজেপিকে পরাস্ত করার জন্য তাঁরা রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন। বাকি সব দলের কাছেই তাঁদের আবেদন, দু’টি নাগরিকত্ব আইন বাতিলের দাবি তাদের নির্বাচনী ইস্তাহারে অন্তর্ভুক্ত করা হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement