নাকাশিপাড়ায় রাস্তা তৈরিতে বেনিয়ম

নিম্নমানের কাঁচামাল দিয়ে গোটা চারেক রাস্তা তৈরির অভিযোগ উঠল নাকাশিপাড়ায় সিপিএম পরিচালিত বিক্রমপুর পঞ্চায়েতের বিরুদ্ধে। মাসখানেক আগে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্পে ওই পঞ্চায়েতের চার জায়গায় রাস্তা তৈরির জন্য টেন্ডার ডাকা হয়। অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান ও নির্মাণ সহায়কের প্রশ্রয়ে ঠিকাদাররা নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তা তৈরি করছেন। ভবানীপুর ঈদগাহ থেকে সোনাডাঙা জমিদারপাড়া পর্যন্ত ঝামা ইটের রাস্তা, শোলি রেলগেট থেকে শুকলাল শেখের বাড়ি, নাগাদির ইজাই শেখের বাড়ি থেকে বড় পুকুর, শোলি সমবার সমিতি থেকে স্কুল পাড়াএই চারটি ঝামা ইটের রাস্তার কাজ শুরু হয় মাস খানেক আগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নাকাশিপাড়া শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০২:০২
Share:

নিম্নমানের কাঁচামাল দিয়ে গোটা চারেক রাস্তা তৈরির অভিযোগ উঠল নাকাশিপাড়ায় সিপিএম পরিচালিত বিক্রমপুর পঞ্চায়েতের বিরুদ্ধে।

Advertisement

মাসখানেক আগে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্পে ওই পঞ্চায়েতের চার জায়গায় রাস্তা তৈরির জন্য টেন্ডার ডাকা হয়। অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান ও নির্মাণ সহায়কের প্রশ্রয়ে ঠিকাদাররা নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তা তৈরি করছেন। ভবানীপুর ঈদগাহ থেকে সোনাডাঙা জমিদারপাড়া পর্যন্ত ঝামা ইটের রাস্তা, শোলি রেলগেট থেকে শুকলাল শেখের বাড়ি, নাগাদির ইজাই শেখের বাড়ি থেকে বড় পুকুর, শোলি সমবার সমিতি থেকে স্কুল পাড়াএই চারটি ঝামা ইটের রাস্তার কাজ শুরু হয় মাস খানেক আগে। প্রথম তিনটি রাস্তা তৈরি হয়ে গেলেও শেষেরটি অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

দিন কুড়ি আগে এলাকার লোকজন কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ওই রাস্তা করতে বাধা দেন। এ ব্যাপারে তাঁরা নাকাশিপাড়ার বিডিও হেমন্ত ঘোষকেও লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

বিক্রমপুর পঞ্চায়েতের সদস্য তৃণমূলের জাহাঙ্গির শেখ গত পয়লা ডিসেম্বর চারটি রাস্তা নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি করা হচ্ছে বলে বিডিও, জেলাশাসক পি বি সালিম ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি বাণীকুমার রায়ের কাছে অভিযোগ দায়ের করেছেন।

তাঁর বক্তব্য, ‘‘ওই রাস্তাগুলির উচ্চতা হওয়ার কথা সাত ইঞ্চি। কিন্তু বাস্তবে হয়েছে সাকুল্যে তিন ইঞ্চি। পরিমাণ মতো ঝামা ও পাথর না দেওয়ার ফলে এটা হয়েছে।’’ বিক্রমপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়ক হিমাদ্রি সরকার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘নিয়ম মেনেই রাস্তা তৈরি হয়েছে। আমাদের তরফে কাউকে বাজে রাস্তা তৈরির জন্য উত্‌সাহিত করা হয়নি।’’

নাকাশিপাড়ার বিডিও হেমন্ত ঘোষ বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ সঠিক হলে ঠিকাদারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement