রাজ্য কংগ্রেসকে ‘চাঙ্গা’ করতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দলের সংগঠন মজবুত করতে গত তিন দিনে অধীরবাবু বীরভূম, নদিয়া ও বর্ধমান জেলার ব্লক স্তরের বিভিন্ন নেতৃবর্গের সঙ্গে আলোচনায় বসেন। উদ্দেশ্য, আগামী দিনে কংগ্রেস দলকে বাংলায় নতুন করে উজ্জীবিত করা। গত শুক্রবার বীরভূমের সিউড়িতে গ্রামোন্নয়ন ভবনে ব্লক স্তরের কর্মীদের ডেকে সংগঠন বাড়ানোর ব্যাপারে সরাসরি তাঁদের মতামত শোনেন। শনিবার অবশ্য নদিয়া জেলা কংগ্রেসের ব্লক স্তরের নেতা-কর্মী মিলিয়ে প্রায় ৫০ জনের একটি দল বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে আসেন অধীরবাবুর সঙ্গে দেখা করতে। তাঁদের নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ের তিন তলায় কনফারেন্স হলে আলোচনায় বসেন তিনি। একই ভাবে ব্লক স্তরের বিভিন্ন নেতৃবর্গের সঙ্গে আলোচনা করতে রবিবার সকালে বর্ধমানের কাটোয়া গিয়েছেন তিনি। অধীরবাবু বলেন, “আমি চেষ্টা করছি কংগ্রেস নেতৃবর্গের সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করতে। যাতে তাঁদের মতামত সংগ্রহ করে আগামী দিন কংগ্রেস দলটাকে বাংলায় নতুন করে পুনরুজ্জীবিত করা যায়।”
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয় অধীরকে। সেই সময় নতুন করে সংগঠন তৈরি করে ভোটে লড়াই করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। ফলে ভোটপর্ব মিটে যেতেই সংগঠন মজবুত করার কাজ শুরু করে দিয়েছেন তিনি। পাখির চোখ ২০১৬-র বিধানসভা ভোট।