মার্শাল আর্টের কর্মশালা

পরপর তিন দিন বেলডাঙা শহরের গন্ধেশ্বরী প্রেক্ষাগৃহে তরুণীদের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ১৪ জন যুবতীকে প্রতিদিন ৮ ঘণ্টার ট্রেনিং দেন জিট-কুন-ডু ফেডারেশনের রাজ্য সভাপতি রাজেশ হাজরা। পুজোর সময় রাস্তায় ভিড় থাকে। সেই সময় তো বটেই অন্য সময়েও মেয়েদের ছোটখাটো নানা হেনস্থার শিকার হতে হয়।

Advertisement
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০১:০৫
Share:

মার্শাল আর্টের কর্মশালা। বেলডাঙায়।

পরপর তিন দিন বেলডাঙা শহরের গন্ধেশ্বরী প্রেক্ষাগৃহে তরুণীদের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। ১৪ জন যুবতীকে প্রতিদিন ৮ ঘণ্টার ট্রেনিং দেন জিট-কুন-ডু ফেডারেশনের রাজ্য সভাপতি রাজেশ হাজরা। পুজোর সময় রাস্তায় ভিড় থাকে। সেই সময় তো বটেই অন্য সময়েও মেয়েদের ছোটখাটো নানা হেনস্থার শিকার হতে হয়। সে কথা মাথায় রেখেই এই বিশেষ প্রশিক্ষণ বলে জানান রাজেশবাবু। তিনি বলেন, ‘‘পুজোর সময় ভিড়ের মধ্যে কেউ অস্ত্র দিয়ে আঘাত করলেও তা প্রতিরোধ করতে পারবেন প্রশিক্ষিত এই মহিলারা।’’স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়েরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement