জেলায় নানা জায়গায় জোট হলেও ডোমকলে তা হয়নি। সিপিএমের পাশাপাশি কংগ্রেসও প্রার্থী দিয়েছে ডোমকলে। কেন ডোমকলে জোট প্রার্থী দেওয়া হল না তার ব্যাখ্যা দিলেন অধীর চৌধুরী।
রবিবার দুপুরে ডোমকল জনকল্যাণ ময়দানে একটি সভায় তিনি বলেন, ‘‘সিপিএম বলেছিল এখানে তৃণমূলের সঙ্গে লড়াই করতে পারবে না তারা। ফলে আমরা এখানে প্রার্থী দিয়েছি।’’ তাঁর কথায়, ‘‘ডোমকল মানে হিম্মত ডোমকল মানে স্বাধীনতা, লড়াই। ফলে এখানে তৃণমূলকে জব্দ করতে কংগ্রেসের দরকার।’’
এ দিনের সভায় আবারও জেলা তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেনকে এক হাত নেন অধীর। তিনি বলেন, ‘‘বহরমপুরে মান্নান কালী হয়েছে। কংগ্রেসের খেয়ে দেয়ে পুষ্ট হয়ে এখন কংগ্রেসকে গালি দিচ্ছে। এই বেইমানদের মেনে নেবে না ডোমকলের মানুষ।’’
আর পুলিশের উদ্দেশে তাঁর হুমকি, ‘‘এখানকার আইসি ও এসডিপিও কী করছেন সব লিখে রাখছি। ক্ষমতায় এসে সব হিসেব হবে।’’