গর্তে জল, ডুবে মৃত্যু দুই শিশুর

দিন কয়েক আগে জাবিয়ার বাবা সুরমান শেখ ঘর তৈরির জন্য গর্ত খুঁড়ে মাটি তুলেছিলেন। বৃষ্টিতে সেই গর্তে জল জমে। এ দিন জাবিয়া ও তার বন্ধু রাফিনা খেলতে-খেলতে সেখানে চলে যায়। তাদের সঙ্গে আমিন শেখ নামে বছর সাতেকের একটি বাচ্চা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ০৩:০৫
Share:

সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন দুই মা। নিজস্ব চিত্র

বাড়ি তৈরির জন্য প্রয়োজন পড়েছিল মাটির। জমির এক কোণে গর্ত খুঁড়ে সেই মাটি তোলা হয়েছেল। বৃষ্টির জলে ভরে গিয়েছিল সেই গর্ত। শুক্রবার সকালে খেলতে-খেলতে সেই গর্তে পড়ে গিয়ে মৃত্যু হল দুই শিশুর। তাদের নাম জাবিয়া খাতুন (৪) ও রাফিনা খাতুন (৩)। তাদের গর্ত থেকে উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

শুক্রবার বেলা দশটা নাগাদ ঘটনাটি ঘটে ধুবুলিয়ার বটতলা-পূর্বপাড়া এলাকায়। দিন কয়েক আগে জাবিয়ার বাবা সুরমান শেখ ঘর তৈরির জন্য গর্ত খুঁড়ে মাটি তুলেছিলেন। বৃষ্টিতে সেই গর্তে জল জমে। এ দিন জাবিয়া ও তার বন্ধু রাফিনা খেলতে-খেলতে সেখানে চলে যায়। তাদের সঙ্গে আমিন শেখ নামে বছর সাতেকের একটি বাচ্চা ছিল। সে-ই প্রথম জাবিয়া ও রাফিনাকে গর্তের ভিতরে পড়ে যেতে দেখে ও দৌড়ে বাড়িতে খবর দেয়। জাবিয়ার মা ঊর্মিলা বিবি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গর্তের ভিতরে নেমে বাচ্চা দু’টিকে টেনে তোলেন। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই দু’জনকে ধুবুলিয়ার হাসপাতালে নিয়ে যান, কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

রাফিনার বাবা-মা সেই সময় ওই হাসপাতালেই বাড়ির এক প্রবীণ সদস্যকে দেখাতে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁরা মেয়ের মৃত্যুসংবাদ পান। জাবিয়ার মা ঊর্মিলা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। কোনওরকমে তার মধ্যে বলেন, “মেয়ে স্কুল থেকে এল। আমি রান্না করছিলাম। ও খেলতে চলে গেল। আমি গর্তের কাছে যেতে বারণ করেছিলাম। বেশি ক্ষণ হয়নি, হঠাৎ আমিন এসে বলল মেয়ে জলে পড়ে গিয়েছে!’’ সামলানো যাচ্ছিল না রাফিনার মা-কেও। তাঁদের বাড়ির উঠোনে এ দিন সন্ধ্যাতেও পড়ে ছিল রাফিনার খেলনাবাটি। সে দিকে তাকিয়ে নিলিমা বিবি বলেন, “উঠোনের মাঝখানে নিজের মনে খেলছিল। আমি বাড়ির বাইরে যেতে নিষেধ করেছিলাম। হাসপাতালে গিয়ে মেয়ের মরা মুখ দেখতে হবে ভাবিনি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement