Students Clash

সংঘর্ষে অশান্ত নদিয়ার কলেজ

জানা গিয়েছে, এ দিন কলেজে সেমিনার ছিল। এক তরুণ-তরুণী আলাদা বসে গল্প করছিলেন। এক ছাত্রী লুকিয়ে তার ভিডিয়ো তুলতে থাকেন। কিছু টিএমসিপি সমর্থক তা দেখে আপত্তি জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নাকাশিপাড়া শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:০৭
Share:

চলছে মারপিট। মঙ্গলবার নদিয়ার বেথুয়াডহরি কলেজে। —নিজস্ব চিত্র।

এক ছাত্রীকে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার বেথুয়াডহরি কলেজে সংঘর্ষে জড়াল তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার দুপুরে নদিয়ার ওই ঘটনায় এক এভিবিপি সমর্থক জখম হন। নাকাশিপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক এক। তবে রাত পর্যন্ত কোনও পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি।

Advertisement

জানা গিয়েছে, এ দিন কলেজে সেমিনার ছিল। এক তরুণ-তরুণী আলাদা বসে গল্প করছিলেন। এক ছাত্রী লুকিয়ে তার ভিডিয়ো তুলতে থাকেন। কিছু টিএমসিপি সমর্থক তা দেখে আপত্তি জানান। এ নিয়ে বচসার সময়ে ওই ছাত্রীকে কটূক্তি করা হয়, এমনকি, চড়ও মারা হয় বলে অভিযোগ। এর পরেই কিছু এবিভিপি সমর্থক তাতে জড়িয়ে পড়েন। মারপিট বেধে যায়। তাতে বিক্রম সরকার নামে এক এবিভিপি সমর্থক জখম হন। তিনি বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ওই কলেজের ছাত্র তথা এভিবিপি কার্যকর্তা কৃশানু দাসের অভিযোগ, “কলেজ মাঠে বসেছিলাম। হঠাৎ দেখি, টিএমসিপি-র গুন্ডা বাহিনী একটি মেয়েকে গালিগালাজ করছে।‌ প্রতিবাদ করতে গেলে, মারধর করা হয়।” অভিযোগ উড়িয়ে টিএমসিপি-র কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি সম্রাট পাল দাবি করেন, “এটা ব্যক্তিগত ঘটনা, রাজনীতির যোগ নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement