প্রতীকী ছবি।
ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল শাসকদলের কর্মীর গোয়াল ঘরের চাল। কেঁপে ওঠে গোটা এলাকা! পঞ্চায়েত ভোটের আবহে মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মজুত রাখা বোমা ফেটে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিনগর থানার নবীর মোড় এলাকার তৃণমূল কর্মী মফিজুল মোল্লার বাড়ির সামনেই ছিল গোয়াল ঘর। সেখানে সোমবার দুপুর ১টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়েরা। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় তৃণমূলকর্মীর বাড়ির গোয়াল ঘরের চাল। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলকর্মীর বাড়িতে মজুত থাকা বোমা ফেটে বিস্ফোরণ হয়। এ কথা অস্বীকার করেছেন বাড়ির সদস্যেরা।
স্থানীয় সূত্রে খবর, তৃণমূলকর্মী মফিজুলের আত্মীয় বজলু মোল্লা এ বার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন। কংগ্রেসের দাবি, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিস্ফোরক মজুত করা হচ্ছিল। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘পঞ্চায়েত ভোটকে প্রহসনে পরিণত করতে চাইছে শাসকদল তৃণমূল। বোমা, গুলি-বন্দুকের জোরে গণতন্ত্র দখল করতে চাইছে তারা"। ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার। পরিবারের সদস্য ফার্জানা বিবি জানিয়েছেন " স্থানীয় সিপিএম ও কংগ্রেসকর্মীরা তাদের পরিবারের সদস্যদের ভয় দেখাতে বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে, যা থেকে বিস্ফোরণ"। ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার বিরাট পুলিশ বাহিনী। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।