বিতর্ক যেন পিছু ছাড়ছে না বালিয়াডাঙা শরিফ বিএড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। দিনকয়েক আগে ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছিল ওই কলেজের মালিকপক্ষের বিরুদ্ধে। তখন পড়ুয়ারা পুরো বিষয়টি লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার পড়ুয়াদের মারধর করার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে্, শুক্রবার পড়ুয়াদের নানা অছিলায় দোতলার একটি ঘরে কার্যত ‘বন্দি’ করে রাখার অভিযোগ ওঠে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। গরমে এক ছাত্র অসুস্থ হয়ে পড়লেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কলেজের মূল ফটক খুলতে কর্তৃপক্ষ অস্বীকার করে বলে দাবি পড়ুয়াদের। বাধ্য হয়ে পড়ুয়ারা জানালা ভেঙে বাইরে বেড়িয়ে আসেন। অভিযোগ, তারপরই পড়ুয়াদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয় কলেজের মালিকের ভাই। এক ছাত্র বলেন, ‘‘কলেজের মালিকের ভাই লোকজন এনে লাঠি, লোহার রড দিয়ে আমাদের পেটায়। আমরা কোনওরকমে পালিয়ে বেঁচেছি।’’ ওই ঘটনায় আহত তিন পড়ুয়া শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, মালিকপক্ষ সংবাদমাধ্যমের উপরেও চড়াও হয়। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আতঙ্কিত পড়ুয়ারা কোনওরকমে লরিতে চেপে কলেজ ছাড়েন। পরে তাঁরা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উৎপল ভদ্রের কাছে লিখিত অভিযোগ জানায়। উৎপলবাবু বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। চিকিৎসাধীন পড়ুয়াদের চিকিৎসায় কোনও খামতি না হয়, সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’’
অভিযোগ অস্বীকার করে কলেজের পরিচালন সমিতির সম্পাদক সরিফউদ্দিন মণ্ডল বলেন, ‘‘ছাত্রছাত্রীদের অভিযোগ পুরোপুরি মিথ্যা। আমরা তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করিনি। আমরা কোন ছাত্রকে মারিনি। পড়ুয়ারাই কলেজে ভাঙচুর চালিয়েছে।’’ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।