ভিড়: ইদের কেনাকাটা। করিমপুরে। নিজস্ব চিত্র
দাদির সঙ্গে বাজারে এসেছেন এক তরুণী। দোকানে ঢোকার মুখেই তাঁর আবদার, ‘‘ও দাদি, আমি কিন্তু বাহুবলী...।’
মুখের কথা শেষ না হতেই ধমকে ওঠেন বৃদ্ধা, ‘‘এসেছি ইদের বাজার করতে। আর তুই কি না সিনেমা দেখতে চাইছিস?’’ পরিস্থিতি আঁচ করে খেই ধরেন ডোমকলের কাপড়ের দোকানের এক কর্মচারী, ‘‘ও চাচি, সিনেমা নয় গো। দোকানে এসো। বাহুবলী আমাদের কাছেই আছে।’’ কিছুটা অবাক হয়ে ভিতরে ঢোকেন যুগিন্দার বাসিন্দা আঙ্গুরা বিবি। বেশ কয়েকটা বাহুবলী প্রিন্টের শাড়ি দেখার পরে তিনি বলছেন, ‘‘কালে কালে আরও যে কত কী দেখব! জামা-কাপড় বিকোচ্ছে সিনেমা-সিরিয়ালের নামে। আমাদের সময়ে বাপু এ সব ছিল না।’’
কিন্তু সময় তো বদলেছে। বদলেছে বিপণনের কৌশলও। ক্রেতা টানতে চেষ্টার কোনও খামতি নেই। এ বার ইদের বাজারে পোশাকের দোকানে গেলেই শোনা যাচ্ছে, ‘না, না, এটা নয়, বাহুবলী দেখান।’ কিংবা ‘বাহুবলীটা মন্দ নয়, তবে বাজিরাওটাই নেব।’ ‘বাহুবলী ২’, ‘বাজিরাও মস্তানি’ দু’টোই এ বছরের ‘হিট’ সিনেমা। সেই নামেই শাড়ির নামকরণ। যা মুখে মুখে ছড়াতে সময় লাগেনি।
তবে নদিয়া-মুর্শিদাবাদের ব্যবসায়ীরা জানাচ্ছেন, শুধু এ বছরই নয়, সিনেমা-সিরিয়ালের নামে চুড়িদার কিংবা শাড়ি বাজারে বিকোচ্ছে বেশ কয়েক বছর ধরে। তবে এ বার ইদের বাজারে টলিউডের থেকে বলিউডেরই যেন রমরমা বেশি। বাহুবলী আর বাজিরাও ছাড়া এ বার ক্রেতাদের যেন মন ভরছে না। আর তরুণ প্রজন্ম ছেড়া জিন্স থেকে কিছুটা স্কিন টাইটে সরে এসেছে।
বছর কয়েক আগে বড় পর্দাকে হারিয়ে দিয়েছিল ছোট পর্দা। পুজো ও ইদের বাজার দাপিয়েছিল পাখি, বাহা, কিরণমালা। আনারকলি, লুঙ্গি চেকও (চেন্নাই এক্সপ্রেস) ভালই বিকিয়েছে। গাঁ-গঞ্জ-মফস্সল-শহরে সকলেরই মুখে মুখে ঘুরেছে ওই সব শাড়ি ও চুড়িদারের নাম।
ব্যবসায়ীরা বলছেন, ‘‘এ মশাই আচ্ছা হুজুগ! ভাল ব্র্যান্ডের জিনিস দিতে চাইলেও লোকজন নিতে চাইছেন না। সকলেই যেন বাড়ি থেকে পণ করে এসেছেন, তাঁদের বাহুবলীই চাই।’’ ডোমকলের বস্ত্র ব্যবসায়ী নারায়ণ মাহেশ্বরী বলেন, ‘‘ফি বছর ডোমকলে ইদের বাজার ভালই জমে। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এ বার আমরা কোনও ঝুঁকি নিইনি। আগে থেকেই বাহুবলী ও বাজিরাও শাড়ি-চুড়িদার দুই-ই তুলে রেখেছি।’’
শুধু কি পোশাক, নামে কম যায় না জুতোও। গত কয়েক বছর থেকে সীমান্ত ঘেঁষা করিমপুর, ডোমকলে বেশ জনপ্রিয় মেয়েদের ‘মিসড কল’ চটি। করিমপুরের ব্যবসায়ী প্রীতম সাহা বলছেন, ‘‘ভাগ্যিস এ বারেও কলকাতা থেকে মিসড কল তুলেছিলাম। এ বছরেও ওই চটির সমান চাহিদা রয়েছে।’’
নামেও তাহলে অনেক কিছু আসে যায়!