শান্তিপুর কলেজর ছাত্র সংসদের সাধারন সম্পাদক মণি সরকারের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
কলেজের ছাত্রেরা তথ্য জানার অধিকার আইনে সম্প্রতি জানতে পেরেছে, গত বছর শান্তিপুর কলেজে থেকে পার্ট ওয়ান পরীক্ষায় পাশ করে গিয়েছে সে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, পাশ করে যাওয়া ওই ছাত্র প্রথম বর্ষ থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হতে পারেন না।
শান্তিপুর কলেজের ছাত্র সংসদ টিএমসিপি পরিচালিত। এই চিঠি হাতে পাওয়ার পর ছাত্র সংসদের সহকারি সাধারণ সম্পাদক ফিরোজ শেখ বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মণি সরকার প্রথম বর্ষ থেকে ভোটে দাঁড়াতেই পারে না। অর্থাৎ তার জিএস নির্বাচনটাই অবৈধ।’’ মণি অবশ্য দাবি করেছেন, “সবটাই মিথ্যে অভিযোগ। দলেরই একটা অংশ চক্রান্ত করে আমাকে ফাঁসানের চেষ্টা করছে।” সংগঠনেরই একটা অংশের দাবি, মণি ২০১৪ সালে শান্তিপুর কলেজে ভর্তি হলেও ২০১৬ সালে সে পার্ট ওয়ান পরীক্ষা দেয়। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তথা ছাত্র প্রতিনিধি সুজিত চক্রবর্তী বলছেন, “২০১৪ সালেই মনি রেজিস্ট্রেশন করে। পার্ট ওয়ান পরীক্ষা দিল ২০১৬ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে। অথচ ওই বছরই আগস্ট মাসে সে প্রথম বর্ষে ভর্তি হয়। ডিসেম্বরে পার্ট ওয়ানের রেজাল্ট বেরোলে সে পাশ করে যায়।”