violence

ইসলামপুরে রাস্তার আলো নিয়ে ঝামেলা, চলল গুলি, জখম তিন

ঘটনায় মিজান শেখ, পিয়ারুল শেখ ও রাকিবুল ইসলাম নামের ৩ জন গ্রামবাসী জখম হন। যাঁদের মধ্যে রাকিবুল ও মিজানের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

নিজস্ব সংবাদাতা

ইসলামপুর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৫:৩৭
Share:

ঘটনায় মিজান শেখ, পিয়ারুল শেখ ও রাকিবুল ইসলাম নামের ৩ জন গ্রামবাসী জখম হন। যাঁদের মধ্যে রাকিবুল ও মিজানের অবস্থা আশঙ্কাজনক। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের ইসলামপুরের টেঁকারাইপুরে রাস্তায় আলো বসানো নিয়ে বিবাদের জেরে এক পক্ষের এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন ৩ জন। যাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। শুক্রবার রাত্রের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে। পরে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

অভিযোগ, টেঁকারাইপুর নতুন পাড়ার তেমাথা মোড়ে সম্প্রতি পঞ্চায়েতের সরকারি প্রকল্পে সৌরশক্তি চালিত আলো বসানো হয়। শুক্রবার সন্ধ্যায় সেই আলো মাসিদুল ইসলাম নামের স্থানীয় এক মোটরবাইক গ্যারেজের মালিক তাঁর দোকানের দিকে ঘুরিয়ে নেন। আলোর অভিমুখ ঘুরিয়ে নেওয়ায় অন্ধকার হয়ে পড়ে জনবহুল মোড়টি। আলো সরানোর প্রতিবাদ করেন গ্রামের বাসিন্দারা। তা নিয়ে রাত্রি পর্যন্ত দু’পক্ষের বচসা চলতে থাকে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে আলোটিকে আগের অবস্থানে বসানোর নির্দেশ দেয়।

অন্য দিকে পুলিশ চলে যাওয়ার পর গ্রামের বাসিন্দারা গ্যারাজ মালিক মাসিদুলের বাড়ির সামনের রাস্তা দিয়ে নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় অতর্কিতে ছাদের উপর থেকে মাসিদুল, তাঁর বাবা সফিকুল ইসলাম ও দাদা হাসান আলি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

Advertisement

আরও পড়ুন: ঠেলার নাম ‘ধমক’, নাড়ু-অরিত ‘ভাব’

ঘটনায় মিজান শেখ, পিয়ারুল শেখ ও রাকিবুল ইসলাম নামের ৩ জন গ্রামবাসী জখম হন। যাঁদের মধ্যে রাকিবুল ও মিজানের অবস্থা আশঙ্কাজনক। গুলির শব্দে সকলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ৩ জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন।

আরও পড়ুন: মতুয়াদের কে বেশি কাছের, লড়াই তীব্র​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement