Kalyani AIIMS

এমসে বাধা ক্যানসার পরীক্ষায়

পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে আসা ক্যানসার আক্রান্তদের অনেকেই কল্যাণী এমস থেকে প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন।

Advertisement

সুদেব দাস

কল্যাণী  শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৮:৫২
Share:

কল্যাণী এমস। নিজস্ব চিত্র।

কল্যাণী এমস হাসপাতালে বছর দুয়েক আগেই শুরু হয়েছিল ক্যানসারের চিকিৎসা। অথচ শরীরে কোথায় কোথায় ছড়িয়েছে এই মারণ রোগ-তা জানতে অত্যাধুনিক পরীক্ষা পেট (পজিট্রন এমিশন টমোগ্রাফি) সিটি স্ক্যানের সুবিধাই নেই এখানে। ফলে ওই পরীক্ষা করাতে অন্যত্র ছুটতে হচ্ছে রোগীকে।

Advertisement

পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে আসা ক্যানসার আক্রান্তদের অনেকেই কল্যাণী এমস থেকে প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন। অথচ পরবর্তী চিকিৎসা কোথা থেকে মিলবে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। অনেকের পক্ষেই প্রায় ২২-২৫ হাজার টাকায় পেট সিটি স্ক্যানের পরীক্ষা বেসরকারি প্রতিষ্ঠান থেকে করিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

কল্যাণী এমস সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে হাসপাতালে মেডিসিন অনকোলজি বিভাগ চালু হয়। সেই সঙ্গে চালু হয় কেমোথেরাপির পরিষেবা। চলতি বছরের শুরুতে ক্যানসারের চিকিৎসায় এখানে যুক্ত হয়েছে রেডিওথেরাপির পরিষেবা। তবে সার্জারি অনকোলজি বিভাগ এখনও চালু হয়নি। সেই সঙ্গে পেট সিটি স্ক্যান মেশিন বসেনি হাসপাতালে। ফলে ক্যানসার আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া গেলেও পরবর্তী চিকিৎসা এখান থেকে মিলছে না বলে অভিযোগ রোগীদের।

Advertisement

চিকিৎসকদের অনেকে জানাচ্ছেন, ক্যানসারের চিকিৎসায় পেট সিটি স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে কোথায় কোথায় ছড়িয়েছে এই মারণ রোগ তা জানতে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে পেট সিটি স্ক্যানের বিকল্প হয় না। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত এক শিক্ষক চিকিৎসক বলেন, "আমি নিজেও ক্যানসারে আক্রান্ত। কল্যাণী এমস থেকে চিকিৎসা নিচ্ছি। এত বড় হাসপাতালে মাত্র একজন শিক্ষক চিকিৎসক অনকোলজি বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। তা ছাড়া কেমো বা রেডিওথেরাপি দেওয়ার পর কতটা কাজ হল বা শরীরে আর কোথাও মারণ রোগ বাসা বেধেছে কিনা, তা জানতে পেট সিটি স্ক্যান গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পরিষেবাই মিলছে না এমস থেকে।"

কবে মিলবে এই পরিষেবা? কল্যাণী এমসের মেডিসিন অনকোলজির বিভাগীয় প্রধান চিকিৎসক কুশল গুপ্তর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে এমসের জনসংযোগ আধিকারিক সুকান্ত সরকার বলেন, "অবশ্যই পেট সিটি স্ক্যান মেশিন গুরুত্বপূর্ণ। আশা করছি আগামী ছ’মাসের মধ্যে এই পরিষেবা এখান থেকে দেওয়া সম্ভব হবে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement