Student agitation

চূড়ান্ত অব্যবস্থা! বিক্ষোভের জেরে পদত্যাগ কল্যাণীর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারের

হস্টেল চত্বরে মঙ্গলবার রাতে এক পড়ুয়াকে সাপে কামড়ানোর ঘটনায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এর পর রাতেই ওই পড়ুয়াকে হাসপাতালে দেখতে এসে পদত্যাগ করেন সুবিকাশ ও চঞ্চল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৭:২৪
Share:

মঙ্গলবার সকালে থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছিলেন ডাক্তারি পড়ুয়ারা। নিজস্ব ছবি।

হস্টেলে অব্যবস্থার অভিযোগে পড়ুয়াদের আন্দোলনের জেরে পদত্যাগ করলেন নদিয়ার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষ প্রিন্সিপাল ও মেডিক্যাল সুপার। মঙ্গলবার রাতেই রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র তুলে দেন অধ্যক্ষ সুবিকাশ বিশ্বাস এবং মেডিক্যাল সুপার চঞ্চলকুমার দোলই।

Advertisement

সুবিকাশের পদত্যাগের পর অধ্যক্ষ পদের দায়িত্ব পেয়েছেন অরিজিৎ দাস। তিনি বলেন, ‘‘ছাত্রদের দাবিতে কিছু ক্ষেত্রে বাস্তবতা আছে। এটা যত দ্রুত সম্ভব, সমাধানের চেষ্টা করা হবে।’’

মঙ্গলবার সকালে থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছিলেন ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই হস্টেলে পানীয় জলের সমস্যা। ঠিক মতো সাফ-সাফাই হয় না। হস্টেলের বিল্ডিংও ভগ্নপ্রায়। এ ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও সুরাহা হয়নি। তৃতীয় বর্ষের এক আন্দোলনকারী ছাত্র হালিম বিশ্বাস বলেন, ‘‘মৌলিক চাহিদাগুলিও যদি না মেটানো হয়, তা হলে আন্দোলন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।’’

Advertisement

হস্টেল চত্বরে মঙ্গলবার রাতে এক পড়ুয়াকে সাপে কামড়ানোর ঘটনায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এর পর রাতেই ওই পড়ুয়াকে হাসপাতালে দেখতে এসে পদত্যাগ করেন সুবিকাশ ও চঞ্চল। সুবিকাশ বলেন, ‘‘আমি এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না। যা বলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলব।’’ চঞ্চলও বলেন, ‘‘বিষয়টা একেবারেই প্রশাসনিক। এ নিয়ে যা বলার কর্তৃপক্ষ বলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement