Murshidabad

দুষ্কৃতী হামলায় ‘আক্রান্ত’ জুনিয়র চিকিৎসক! মুর্শিদাবাদে অভিযুক্ত খোদ আইসি

জুনিয়র ডাক্তারের উপর দুষ্কৃতী দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৬:২৫
Share:

—প্রতীকী চিত্র।

জুনিয়র ডাক্তারের উপর দুষ্কৃতী দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ওই চিকিৎসকের দাবি, ইতিমধ্যেই তিনি বিষয়টি স্বাস্থ্য ভবন এবং রাজ্য পুলিশের কর্তাদের জানিয়েছেন।

Advertisement

মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন, ‘‘স্বাস্থ্য দফতর গোটা বিষয়টি খতিয়ে দেখছে। চিকিৎসকের বিরুদ্ধে অন্যায় হলে নিশ্চয়ই পদক্ষেপ করা হবে।’’ মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাব যাদব বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হবে।’’

চিকিৎসকের বক্তব্য, তিনি কলকাতা কর্মরত। কান্দি থানা এলাকায় তাঁর বাড়ি। রবিবার তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরেছিলেন। সন্ধ্যায় একটি ক্যাফেতে গিয়েছিলেন। ওই ক্যাফেতে ছিলেন কান্দি থানার আইসি মৃণাল সিংহও। সেখানে ধূমপান করা নিয়ে তাঁর সঙ্গে আইসির বিবাদ হয়। অভিযোগ, ওই সময় হেনস্থাও করা হয় তাঁকে। এর পর যখন তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন, রাস্তায় কয়েক জন তাঁর উপর আক্রমণ করেন। বেধড়ক মারধর করা হয় তাঁকে। প্রাণে বাঁচতে পাশের পুকুরে ঝাঁপ দেন চিকিৎসক। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়েরা ছুটে আসতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালায়। চিকিৎসককে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরে। চিকিৎসকের দাবি, গোটা ঘটনার নেপথ্যে আইসি রয়েছেন।

Advertisement

যদিও মৃণালের দাবি, ‘‘ওই চিকিৎসক এক জন মদ্যপ। অতিরিক্ত মদ্যপান করে একটি ক্যাফেতে অসভ্যতা করছিলেন। গোটা ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই। ওঁর উপর আক্রমণের খবর পেয়ে আমি ফোর্স পাঠিয়ে ওঁকে উদ্ধার করি। এই ধরনের আইন বিরুদ্ধ কাজের সঙ্গে আমার কোনও যোগ নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement