— প্রতীকী চিত্র।
তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নদিয়ার শান্তিপুর থানার কাশিয়া বাগানপাড়া এলাকার বাসিন্দা স্বপ্না মণ্ডলের অভিযোগ, বেশ কিছু দিন ধরে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন তাঁর স্বামী শঙ্কর মণ্ডল। তার প্রমাণ পেয়েছিলেন হাতেনাতে। সে নিয়ে বলতে যেতেই উল্টে তাঁকে মারধর শুরু করেন স্বামী। মহিলার অভিযোগ, তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে চোট নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ওই বধূর কথায়, ‘‘প্রতিবেশী মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে আমার স্বামীর। আমি সেটা দেখে ফেলি। প্রতিবাদ করেছিলাম। তার জেরে লোহার রড, বাঁশ দিয়ে আমায় মারধর করে ও।’’
স্থানীয়েরা ওই বধূকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনার পর মহিলার স্বামী পলাতক। পুলিশ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।