Money Laundering

কম সময়ে দ্বিগুণ করার টোপ দিয়ে কয়েক কোটি আত্মসাৎ! আছে বিদেশি যোগ, হাজতে জ্যোতিষী

টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে দু’কোটি টাকার বেশি প্রতারণা করেছিলেন নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা সুন্দর ধর। তিনি পেশায় জ‍্যোতিষী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ০৩:১২
Share:

দু’কোটি টাকার বেশি প্রতারণা করেছিলেন নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা সুন্দর ধর। —প্রতীকী চিত্র।

প্রতারণা করে হাতানো কয়েক কোটি টাকা লুকোতে বিদেশি মুদ্রা সঞ্চয় শুরু করেছিলেন এক জ্যোতিষী। প্রতারণার অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে, টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে দু’কোটি টাকার বেশি প্রতারণা করেছিলেন নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা সুন্দর ধর। তিনি পেশায় জ‍্যোতিষী। পলাশিপাড়া থানার পুলিশ ওই জ্যোতিষীকে গ্রেফতার করে। তাঁকে পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়ে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, গত পাঁচ বছরে বেশ কয়েক বার দুবাই ও সিঙ্গাপুর গিয়েছিলেন ধৃত। প্রতারণা করে পাওয়া টাকা বিদেশি মুদ্রায় রূপান্তরিত করেছিলেন তিনি, যাতে খুব সহজেই লুকানো যায়। পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে সুন্দরকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে সুন্দর বিভিন্ন দোকানে জিনিসপত্র সরবরাহ করতেন। পরে জ্যোতিষচর্চা শুরু করেছিলেন। বিভিন্ন জায়গায় চেম্বার ছিল তাঁর। তবে তা ভাল চলত না। তখন থেকেই তাঁর মাথায় ঘুরতে থাকে সহজে বড়লোক হওয়ার ফন্দি। তার পরেই এই কারবার শুরু।

এর পরে বিগত পাঁচ বছরে তাঁর সম্পত্তি ও টাকা বিপুল পরিমাণে বেড়েছে। সুন্দর একটা কোম্পানি খুলে বিভিন্ন এজেন্ট ঠিক করে টাকা তুলতেন বলে অভিযোগ। রেকারিং, ফিক্সড ডিপোজিট, মাসিক সঞ্চয়— বিভিন্ন ভুয়ো প্রকল্পের নামে বেশি সুদ ও অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে টাকা তোলা হত বলে জানা গিয়েছে। বেশ কয়েক মাস গ্রাহকদের নির্দিষ্ট হারে টাকা দেওয়ার পর ঝাঁপ গুটিয়ে নিয়েছিলেন তিনি। তাঁর বিদেশ যাত্রার টাকা কোথা থেকে এসেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও আরও বেশ কয়েকটি ব্যাঙ্কে টাকা আছে সুন্দরের। সেই সঙ্গে বেশ কয়েক জনের অ্যাকাউন্টেও প্রতারণার টাকা গিয়েছে বলে তদন্তকারীদের অনুমান। ইতিমধ্যেই তাঁদের নাম পুলিশ পেয়েছে বলে দাবি। তাঁদের জেরা করার জন্য ডাকা হবে। প্রয়োজনে সুন্দরকে আবার পুলিশি হেফাজতে নিয়ে জেরা করাও হতে পারে। বর্তমানে বিদেশি মুদ্রা উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

এই প্রসঙ্গে তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘‘অভিযুক্ত জ্যোতিষী কী ভাবে টাকা আদায় করেছেন, সেই টাকা কোথায় গোপন করা হয়েছে ও তাঁর আয়ের উৎস-সহ সব দিক আমরা খতিয়ে দেখছি। তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement