সরকারি অনুষ্ঠানে ব্রাত্যই বিরোধী

বিরোধী থাকার সময়ে সিপিএমের বিরুদ্ধে অসৌজন্যের রাজনীতির অভিযোগ তুলত তারা। এ বার সেই অভিযোগে অভিযুক্ত তৃণমূলই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কান্দি শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০০:৫২
Share:

বিরোধী থাকার সময়ে সিপিএমের বিরুদ্ধে অসৌজন্যের রাজনীতির অভিযোগ তুলত তারা। এ বার সেই অভিযোগে অভিযুক্ত তৃণমূলই। সরকারি খরচে অনুষ্ঠান, অথচ ডাক পাচ্ছেন না বিরোধী দলের বিধায়কেরা। কান্দিতে এমন ঘটনায় বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

রাজ্য জুড়ে সরকারিভাবে পালিত হচ্ছে ছাত্র-যুব উৎসব। কংগ্রেসের শক্ত জমি মুর্শিদাবাদে ঘাসফুলের বাড়বাড়ন্ত শুরু হলেও ব্যতিক্রম কান্দি। এলাকার তিনটি বিধানসভা কংগ্রেসের দখলে। শুক্রবার ও শনিবার বড়ঞা, খড়গ্রাম ও ভরতপুরের দু’টি ব্লকে ছাত্র-যুব উৎসব হচ্ছে।

আমন্ত্রণপত্রে নাম দূর অস্ত, অনুষ্ঠানে উপস্থিত থাকার ডাক পর্যন্ত পাননি কংগ্রেসের বিধায়করা। তৃণমূলের জনপ্রতিনিধিরা কিন্তু সকলেই ডাক পেয়েছেন। এমন ঘটনায় চরম ক্ষুব্ধ বড়ঞার বিধায়ক প্রতিমা রজক, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত এবং ভরতপুরের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়রা।

Advertisement

প্রতিমা রজকের অভিযোগ, “দিন কয়েক আগে একটি সরকারি অনুষ্ঠানে আমার নাম লেখা হয়েছিল। পরে তৃণমূলের এক যুব নেতার নির্দেশে আমার নাম বাদ দিয়ে ফের নতুন করে কার্ড ছাপানো হয়।’’ আশিষ মার্জিত জানান বিষয়টি তিনি বিধানসভার স্পিকারকে জানাবেন।

তৃণমূলের কেউ অভিযোগ অস্বীকার করছেন, তো কেউ বিতর্ক এড়াচ্ছেন। কান্দি মহকুমা তৃণমূলের সভাপতি গৌতম রায় জানান, সরকারি অনুষ্ঠান, ফলে যা করার সরকারি আধিকারিকেরাই করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement