Fire Accident

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর আয়োজক ক্লাবে ভয়াবহ আগুন, ঝলসে মৃত ১

কৃষ্ণনগর বউবাজার এলাকার হুগলিতলার একটি ক্লাবের মণ্ডপ ও সংলগ্ন দোতালায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:৫৬
Share:

— প্রতীকী চিত্র।

জগদ্ধাত্রী পুজোর ভাসানের সন্ধ্যায় দুর্ঘটনা। দুর্গাপুজো মণ্ডপে ও সংলগ্ন ক্লাবে আগুন লেগে ঝলসে মৃত্যু হল এক জনের। মৃত ব্যক্তির নাম দিলীপ রায় (৫২)। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের বউবাজার এলাকায়। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

কৃষ্ণনগর বউবাজার এলাকার হুগলিতলার একটি ক্লাবের মণ্ডপ ও সংলগ্ন দোতালায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্লাবের দোতলার ঘর থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়।

দমকল আধিকারিক সুব্রত গুহ বলেন, ‘‘বারোয়ারি সংলগ্ন ক্লাবের দোতলায় আগুন লাগার খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছই। দুটো ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। পরে তল্লাশি চালাতে গিয়ে এক ব্যক্তির ঝলসানো দেহ উদ্ধার হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement