heroin trafficking

ভারত-বাংলাদেশ সীমান্তে ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার! মুর্শিদাবাদে গ্রেফতার এক পাচারকারী

বিএসএফ সূত্রে খবর, শনিবার পিরোজপুর সীমান্ত এলাকায় দায়িত্বে থাকা জওয়ানেরা খবর পান, কাঁটাতার পেরিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হতে পারে। সেই অনুযায়ী অভিযান চালান তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:২৫
Share:
উদ্ধার হওয়া মাদক এবং বাংলাদেশি টাকা।

উদ্ধার হওয়া মাদক এবং বাংলাদেশি টাকা। —নিজস্ব চিত্র।

পাচার আটকে প্রায় ৩ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করল বিএসএফ। শুক্রবার মুর্শিদাবাদের পিরোজপুর এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ওই মাদক বাজেয়াপ্ত হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, শনিবার পিরোজপুর সীমান্ত এলাকায় দায়িত্বে থাকা জওয়ানেরা খবর পান, কাঁটাতার পেরিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হতে পারে। সেই অনুযায়ী অভিযান চালান তাঁরা। দু’জন সন্দেহভাজনকে প্লাস্টিকের ব্যাগ নিয়ে সীমান্তের কাঁটাতারের কাছে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের আটকানোর চেষ্টা করে বিএসএফ।

তখন সীমান্তের বেড়া পার করে বাংলাদেশের দিকে ব্যাগগুলো ছুড়ে ফেলার চেষ্টা করেন অভিযুক্তেরা। চোরাকারবারিদের পিছু ধাওয়া করেন কর্তব্যরত জওয়ানেরা। ঝোপে গা ঢাকা দেন অভিযুক্তেরা। টানা তল্লাশি চালিয়ে পাঁচটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে বিএসএফ। তার মধ্যে পাওয়া যায় পাউডার জাতীয় বস্তু।

Advertisement

প্যাকেটগুলি পরীক্ষা করে জানা যায়, সেগুলোতে হেরোইন রয়েছে। বাজেয়াপ্ত মাদকের ওজন ৩ কিলোগ্রাম ৩৮৭ গ্রাম। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৬ কোটি ৭৪ লক্ষ টাকা বলে জানাচ্ছে বিএসএফ। আইনি প্রক্রিয়ার জন্য থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে ওই মাদক। অভিযুক্তদের এক জনকে পাকড়াও করেছে বিএসএফ। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন, ‘‘সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধার সেই প্রচেষ্টারই ফসল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement