বাড়ির বাইরে রাত কাটালেন বৃদ্ধি প্রদীপ সরকার। —নিজস্ব চিত্র।
টানা বৃষ্টিতে ঠায় বাড়ির দরজায় বসে কাটিয়েছেন ৭৫ বছরের বৃদ্ধ। অভিযোগ, সারা রাত ডাকাডাকিতেও সাড়া দেননি কেউ। অবশেষে সকাল হতে পড়শিরা দেখতে পান বৃদ্ধকে। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। প্রশাসনিক স্তর থেকে দুই ছেলেকে অনুরোধ করা হলেও বাবাকে বাড়িতে আশ্রয় দিতে অস্বীকার করেন তাঁরা। নদিয়ার শান্তিপুর থানার ডাবরের পাড়া লেনের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম প্রদীপ সরকার। অভিযোগ, তাঁকে নিজের বাড়িতে ঢুকতে বাধা দিয়েছেন তাঁর দুই ছেলে শঙ্কর সরকার এবং বাচ্চু সরকার। দুর্যোগের মধ্যেই বাড়ির দরজার সামনে রাস্তায় রাত কাটান প্রদীপ। সোমবার সকালে বড়ছেলে নিজের ঘরে তালা দিয়ে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ছোটছেলে পাশের পাড়ায় শ্বশুরবাড়িতে থাকেন। তবে বাড়িতে নিজের ঘরে তালা দিয়ে রেখেছেন। বাবা বার বার অনুরোধ করলেও কোনও ছেলেই বাড়িতে ফিরে দরজা খুলে দেননি।
এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর নরেশলাল সরকার খবর পেয়ে ছুটে আসেন। ছোটছেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। বড়ছেলে তাঁকে বলেন, ‘‘বাবা কি শুধু আমার একার? ছোট ভাইকে বলুন।’’ এর পর তিনি অভিযোগ করেন, বাবা সংসার ছেড়ে চলে গিয়েছেন।