এ বার কৃষি সমবায় সমিতির নির্বাচনেও বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।
বুধবার ছিল চাকদহের জয়কৃষ্ণপুর কৃষিউন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সিপিএম ও কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল তাদের কাউকেই মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চাকদহের বিডিও নিশীথভাস্কর পাল বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ওখানে কোনও গণ্ডগোল হয়েছে বলে আমার কাছে খবর নেই। মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলেও কেউ অভিযোগ করেনি।”
প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর চাকদহের ওই সমবায়ের পরিচালন সমিতির ভোট হওয়ার কথা। সেখানকার ৬টি আসনের জন্য মঙ্গল ও বুধবার সকাল দশটা থেকে দুপুর দু’টো পর্যন্ত ছিল মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার সময়। চাকদহ ব্লক কংগ্রেস নেতা বিধুভূষণ চক্রবর্তী বলেন, “তৃনমূলের বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছিল।” একই অভিযোগ করে সিপিএমের চাকদহ জোনাল কমিটির সম্পাদক সুভাষ দাস বলেন, “ভোট হলে তৃণমূল হেরে যাবে বুঝতে পেরেই মনোনয়নপত্র জমা দিতে দেয়নি।”
অভিযোগ অস্বীকার করে চাকদহ ব্লক তৃনমুলের সভাপতি দিলীপ সরকার বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওরা মনোনয়নপত্র জমা দিতেই আসেনি। তাই শুধু আমাদের প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছে।”