সুব্রতকে বাড়তি দায়িত্ব মমতার

গত লোকসভা ভোটে কৃষ্ণনগর আসন থেকে দাঁড়িয়ে জয়ী হয়েছেন মহুয়া। ফলে ওই আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় আগামী ২৫ নভেম্বর সেখানে উপনির্বাচন হবে। সুব্রত বলেন, ‘‘এর আগেও মহুয়া আমায় ফোন করে করিমপুরে যেতে বলেছিল। এ দিন দিদিও তাই বললেন। আমি যাব এবং দলের প্রার্থীকে জয়ী করতে সব রকম চেষ্টা করব।’’

Advertisement

শুভাশিস সৈয়দ

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ০৪:৪৩
Share:

ফাইল চিত্র।

নদিয়ার করিমপুর বিধানসভা উপনির্বাচনে কেন্দ্র দেখভালের বাড়তি দায়িত্ব পেলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল চেয়ারম্যান তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে দলীয় সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রতকে এই দায়িত্ব নিতে বলেছেন। সেই সঙ্গে, করিমপুরের প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্র তো থাকছেনই।

Advertisement

গত লোকসভা ভোটে কৃষ্ণনগর আসন থেকে দাঁড়িয়ে জয়ী হয়েছেন মহুয়া। ফলে ওই আসনটি ফাঁকা হয়ে যাওয়ায় আগামী ২৫ নভেম্বর সেখানে উপনির্বাচন হবে। সুব্রত বলেন, ‘‘এর আগেও মহুয়া আমায় ফোন করে করিমপুরে যেতে বলেছিল। এ দিন দিদিও তাই বললেন। আমি যাব এবং দলের প্রার্থীকে জয়ী করতে সব রকম চেষ্টা করব।’’

করিমপুর বিধানসভা আসনটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। গত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের আবু তাহের। তিনি আবার তৃণমূলের জেলা সভাপতিও বটে। তাঁকে করিমপুরের দায়িত্ব না দিয়ে দলনেত্রী সুব্রতকে দায়িত্ব দেওয়ায় দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।

Advertisement

সুব্রত জানান, এ দিন বৈঠকের পরে মহুয়ার সঙ্গে তাঁর আর কথা হয়নি । তিনি বলেন, ‘‘এ দিন দিদির বৈঠকে ভিড় ছিল। ফলে কোনও কথা হয়নি। তবে আমি টেলিফোনে মহুয়ার সঙ্গে প্রাথমিক কথা বলে নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement