শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক

এ বারও বেশি ছাত্রীর সংখ্যা

নদিয়া ও মুর্শিদাবাদ, দুই জেলাতেই ছাত্রীর সংখ্যা বেড়েছে। গত বছর নদিয়ায় ২৬,৭৪২ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। এ বছরে সংখ্যাটা ২৭,৮৪৫। মুর্শিদাবাদে গত বছর ২৯,১০৮ ছাত্রী পরীক্ষায় বসেছিল। এ বছর পরীক্ষা দিচ্ছে ৩৩,০২৬ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০২:৪৩
Share:

শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার কৃষ্ণনগরের শক্তিনগর হাইস্কুলে। ছবি: সুদীপ ভট্টাচার্য

মাধ্যমিকের ধারা বজায় রইল উচ্চ মাধ্যমিকেও। নদিয়া ও মুর্শিদাবাদ, দুই জেলাতেই ছাত্রীর সংখ্যা বেড়েছে। গত বছর নদিয়ায় ২৬,৭৪২ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। এ বছরে সংখ্যাটা ২৭,৮৪৫। মুর্শিদাবাদে গত বছর ২৯,১০৮ ছাত্রী পরীক্ষায় বসেছিল। এ বছর পরীক্ষা দিচ্ছে ৩৩,০২৬ জন।

Advertisement

নদিয়াতে ছাত্রের সংখ্যা গত বারের থেকে বেশ কিছুটা কমেছে। ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন-এর নদিয়া জেলার যুগ্ম আহ্বায়ক দিলীপ সিংহ বলছেন, “কাজের সন্ধানে বাইরে চলে যাওয়া বেশ কিছু ছেলেকে ডেকে এনে রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করানো হয়েছে। তারা পরীক্ষাও দিচ্ছে। না হলে ছাত্রের সংখ্যা আরও কমত।’’

আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের কোনও রকম অসুবিধা না হয়, সে ব্যাপারে তৎপর জেলা প্রশাসন। পরীক্ষার আগে ও পরে যাতে প্রতিটা রুটে পর্যাপ্ত বাস থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে বাস মালিকদের।

Advertisement

সেই সঙ্গে টোটো, অটো ও ছোট গাড়ির মালিকদেরও জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবেই পরীক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া যাবে না। নেওয়া যাবে না বেশি ভাড়াও। নদিয়ার আঞ্চলিক পরিবহণ আধিকারিক সৌমিত্র বিশ্বাস বলছেন, ‘‘এমন কোনও অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করা হবে।’’

মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পূরবী বিশ্বাস দে জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ২৩ মার্চ জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বিঘ্নে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পারে, সে ব্যাপারে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভারপ্রাপ্ত আধিকারিক খোন্দেকার আশরাফুল শামিম জানিয়েছেন, আগের তুলনায় সচেতনতা বাড়ায় স্কুলে ছাত্রীর সংখ্যা বাড়ছে। কমেছে স্কুলছুট ছাত্রীর সংখ্যাও। তারই প্রভাব পড়ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে।

অন্য দিকে, ময়নাগুড়ির ঘটনার পরে পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাঁটো করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্পর্শকাতর কেন্দ্রে সকাল ৮টা থেকে পরিচয়পত্র-সহ দুই বিশেষ পর্যবেক্ষক থাকবেন। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারকে সাহায্য করা ও প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে সার্বিক নজরদারি করবেন তাঁরা। তাঁদের কাছে মোবাইল থাকবে না। পূরবী বিশ্বাস দে এই প্রসঙ্গে বলেন, ‘‘ মুর্শিদাবাদের ১১টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরায় নজরদারি থাকছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement