Primary School

Manik Bhattacharya: তৃণমূলের মানিককে ঘিরে এ বার বিক্ষোভ তেহট্টে, এবিভিপি, এসএফআই মিলে কালো পতাকা

শনিবার সকালে মহকুমাশাসকের দফতরের সামনে মানিকের গাড়ি পৌঁছতেই ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ দেখায়। কয়েক জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তেহট্ট শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ০০:০৬
Share:

নিজস্ব চিত্র

প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাল একাধিক ছাত্র সংগঠন। শনিবার নদিয়ার তেহট্টে মহকুমাশাসকের দফতরের সামনে মানিককে ঘিরেই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখায় এবিভিপি, এসএফআই-সহ একাধিক ছাত্র সংগঠন। দেখানো হয় কালো পতাকাও। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ১৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শনিবার বেলা ১১টা নাগাদ মহকুমাশাসকের দফতরের সামনে মানিকের গাড়ি আসতেই ছাত্র সংগঠনগুলির সদস্যরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তেহট্ট থানার পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। ধৃত ১৭ জনের মধ্যে ১০ জন এবিভিপির এব‌ং সাত জন এসএফআইয়ের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিক্ষোভকারীদের গ্রেফতারের সমালোচনা করেছে সিপিএম এবং বিজেপি। দুর্নীতির অভিযোগকে সামনে রেখে দুই দলই বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। যদিও বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি মানিক। সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মানিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement