Blackmailing

প্রতিবেশীর স্ত্রীকে ধর্ষণ, বিদেশে গিয়ে সেই ছবি পোস্ট! বাড়ি ফিরতেই গ্রেফতার যুবক

‘নির্যাতিতা’র বাড়ি তেহট্ট থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে। স্বামী কর্মসূত্রে ভিন্‌রাজ্যে থাকেন। বাড়িতে বধূর একা থাকার সুযোগ নিয়ে যখন-তখন তাঁদের বাড়িতে যেতেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:০৯
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রতিবেশীর স্ত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ এবং তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা। ধৃতের নাম লালন শেখ। বুধবার তাঁকে আদালতে হাজির করানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

‘নির্যাতিতা’র বাড়ি তেহট্ট থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে। তাঁর স্বামী কর্মসূত্রে ভিন্‌রাজ্যে থাকেন। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে যখন-তখন ওই যুবতীর বাড়িতে যেতেন অভিযুক্ত। প্রতিবেশীকে ‘না’ বলতে পারেননি ওই বধূ। কিন্তু এক দিন লুকিয়ে তাঁর বেশ কিছু ছবি তোলেন অভিযুক্ত। সেই সব ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বধূর দাবি, তিনি কয়েক মাস আগে যখন বাড়িতে একা ছিলেন, তখন তাঁর বেশ কিছু ছবি তোলেন এক প্রতিবেশী। সেগুলো সমাজমাধ্যমে ভাইরাল করে দেবেন বলে হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক করতে চান। ‘নির্যাতিতা’র আরও অভিযোগ, ওই যুবক তাঁকে শাসানি দেন, ওই সব কথা লোক জানাজানি হলে তাঁর স্বামীকে খুন করে দেওয়া হবে। যুবতীর কথায়, ‘‘ওর কুপ্রস্তাবে রাজি হইনি। কিন্তু আমায় ভয় দেখিয়ে পরে ধর্ষণ করে ও। পরে দুবাইয়ে কাজে চলে যায়। অক্টোবর মাসের শেষে সেখান থেকে আমার ওই ছবিগুলো পোস্ট করতে থাকে। আমার আত্মীয়স্বজনকেও পাঠিয়েছে।’’

জানা গিয়েছে, নির্যাতিতার দাদা বেঙ্গালুরুতে কাজ করেন। তাঁকেও ওই ছবিগুলি পাঠিয়েছিলেন অভিযুক্ত। দাদার মাধ্যমে সেই খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হন বোন। তিনি তেহট্ট থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।’’ অন্য দিকে, বধূর অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করলেও তাঁর নাগাল পাচ্ছিল না। কারণ, অভিযুক্ত ছিলেন বিদেশে।‌ মঙ্গলবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে, ওই যুবক বাড়ি ফিরেছেন। তার পর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের তদন্ত করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement